০৭ নভেম্বর ২০২৪, ১০:২৫

বুয়েটের ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময় নিয়ে যা জানা যাচ্ছে

বুয়েটের ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময় নিয়ে যা জানা যাচ্ছে
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ এখনও নির্ধারণ করা হয়নি। অভ্যন্তরীণ বিভিন্ন কার্যক্রম সম্পন্ন করার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিন এবং ভর্তিবিষয়ক বিভিন্ন কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. মো. জহরুল হক এ তথ্য জানিয়েছেন।

অধ্যাপক ড. মো. জহরুল হক বৃহস্পতিবার (৭ নভেম্বর) দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, এখন অভ্যন্তরীণ যেসব বিষয়গুলো থাকে, বিভিন্ন কমিটি সেগুলো চূড়ান্ত করছে। আগামী সপ্তাহে সব কাজ শেষ হতে পারে। এরপর অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। তবে এখনও কোনও সম্ভাব্য তারিখ ঠিক করা হয়নি।

কবে নাগাদ পরীক্ষা হতে পারে জানতে চাইলে তিনি বলেন, সামনে বেশকিছু দিন ছুটি আছে। জানুয়ারিতে অনেককে পাওয়া যাবে না। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করেছে। সবকিছু সমন্বয় করেই বুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ হবে। এবারও দুই ধাপে ভর্তি পরীক্ষা হবে বলে জানিয়েছেন তিনি।

জানা গেছে, গত ৩ নভেম্বর বুয়েটের অ্যাকাকাডেমিক কাউন্সিলের সভায় ভর্তিবিষয়ক কয়েকটি কমিটি গঠন করা হয়। এসব কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. মো. জহরুল হক। তিনি কমিটির কাজগুলোর সমন্বয় করবেন। গতবারের মত এবারও দুই ধাপে হতে পারে বুয়েটের ভর্তি পরীক্ষা। 

আরো পড়ুন: ঢাবিতে ভর্তি: যে নির্দেশনা না মানলে ভর্তিবঞ্চিত হতে পারেন শিক্ষার্থীরা

গত বছর প্রথম ধাপে এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের প্রাক-নির্বাচনী পরীক্ষা হয়েছিল। এরপর এমসিকিউ উত্তীর্ণদের নিয়ে দ্বিতীয় ধাপে লিখিত পরীক্ষা নেওয়া হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষা আগামী ৪ জানুয়ারি শুরু হবে। আর মেডিকেল ভর্তি পরীক্ষা আগামী ১৭ ফেব্রুয়ারি এবং ২৮ ফেব্রুয়ারি ডেন্টালের ভর্তি পরীক্ষা আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। এর সঙ্গে সমন্বয় করেই বুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হবে।