ঢাবিতে ভর্তি: ২৪ ঘণ্টায় কত আবেদন পড়ল, কোন ইউনিটে বেশি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরুর পর ২৪ ঘণ্টা পার হয়েছে। ইতিমধ্যে ২৬ হাজারের বেশি ভর্তিচ্ছু আবেদন করেছেন। সবচেয়ে বেশি আবেদন পড়েছে বিজ্ঞান ইউনিটে।
অনলাইন ভর্তি কমিটির আহবায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ২৪ ঘণ্টায় ২৬ হাজার ১৯০ জনের বেশি আবেদন করেছেন। এ সংখ্যা ক্রমেই বাড়ছে। সবচেয়ে বেশি আবেদন পড়েছে বিজ্ঞান ইউনিটে।
তিনি বলেন, এখনও শিক্ষার্থীদের আবেদনে জটিলতায় পড়ার কোনও অভিযোগ আসেনি। যেসব সমস্যার কথা তারা বলছেন, সেগুলো কমন। এগুলো সহজেই সমাধান হয়ে যাচ্ছে।
আরো পড়ুন: ঢাবির ভর্তি আবেদনে ৬ বিষয়ে ভর্তিচ্ছুদের জন্য বিশেষ সতর্কতা
এবার ৬ হাজার ১০ আসনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি নির্দেশিকা অনুসারে, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে আসন রয়েছে ২ হাজার ৯৩৪টি। বিজ্ঞান ইউনিটে আসন ১ হাজার ৮৯৬টি। ব্যবসায় শিক্ষা ইউনিটে ১ হাজার ৫০ আসন রয়েছে। চারুকলা ইউনিটে কোটাসহ আসন ১৩০টি।
বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক ভর্তি পরীক্ষার জন্য অনলাইনে আবেদন শুরু হয়েছে সোমবার (৪ নভেম্বর)। আবেদন প্রক্রিয়া চলবে আগামী ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আবেদন ফি ১ হাজার ৫০ (এক হাজার পঞ্চাশ) টাকা। আইবিএ’র ফি ১ হাজার ৫০০ টাকা। ভর্তি পরীক্ষা আগামী ৩ জানুয়ারি থেকে শুরু হবে।