এবার ঢাবি ভর্তি পরীক্ষায় মোট আসন ৬০১০, কোন ইউনিটে কত?
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে সর্বমোট ৬ হাজার ১০ আসনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের পুনর্গঠিত ৪টি ইউনিটে (কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, বিজ্ঞান ইউনিট, ব্যবসায় শিক্ষা ইউনিট এবং চারুকলা ইউনিটে) অনুষ্ঠিত হবে এ পরীক্ষা।
গত রবিবার (০৩ নভেম্বর) প্রকাশিত বিশ্ববিদ্যালয়ের ভর্তি নির্দেশিকা অনুসারে, ২০২৪-২৫ সেশনে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে মোট আসন সংখ্যা ২৯৩৪। এদের মাঝে প্রতি বিভাগ হিসেবে বাংলায় ১১০, ইংরেজিতে ১১০, আরবিতে ১০০, ফারসি ভাষা ও সাহিত্যে ৭৫, উর্দুতে ৭০, সংস্কৃত ৭৫, পালি ও বুড্ডিস্ট স্টাডিজে ৫০, ইতিহাসে ১১০, দর্শনে ১২০, ইসলামিক স্টাডিজে ১০০, ইসলামের ইতিহাস ও সংস্কৃতিতে ১১০, তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনায় ৬৫, ভাষাবিজ্ঞানে ৭০, সংগীতে ৬০, বিশ্ব ধর্ম ও সংস্কৃতিতে ৬০, নৃত্যকলা বিভাগে ৩০, থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজে ২৫।
রাষ্ট্রবিজ্ঞানে ১৫০টি, আন্তর্জাতিক সম্পর্কে ৮০টি, সমাজবিজ্ঞানে ১৫০টি, গণযোগাযোগ ও সাংবাদিকতায় ৬৫টি, লোকপ্রশাসনে ৯০টি, শান্তি ও সংঘর্ষ অধ্যয়নে ৪০টি, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজে ৪০টি, ক্রিমিনোলজিতে ৫০, কমিউনিকেশন ডিজঅর্ডারসে ৩০টি ও জাপানিজ স্টাডিজ বিভাগে শিক্ষার্থী আসন ৫০টি।
অর্থনীতিতে ১৩০টি, পপুলেশন সায়েন্সেসে ৪০টি ও ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে ৪০টি, নৃবিজ্ঞানে ৫৫টি , টেলিভিশন ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফিতে ৩০ টি ও প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন স্টাডিজে ৩০টি শিক্ষার্থী আসন রয়েছে।
আরও পড়ুন: ঢাবিতে ভর্তি: অনলাইনে পাঁচ ধাপে শেষ করতে হবে আবেদন প্রক্রিয়া
বিজ্ঞান ইউনিটে মোট আসন সংখ্যা ১৮৯৬। তার মধ্যে মৃত্তিকা, পানি ও পরিবেশে ১০০টি, উদ্ভিদ বিজ্ঞানে ৭০টি, প্রাণিবিদ্যায় ৮০টি ও মনোবিজ্ঞানে ৮০টি, জিন প্রকৌশল ও জীব প্রযুক্তি বিভাগে ৩০টি আসন, পদার্থবিজ্ঞানে ১০০, গণিত ১৩০, রসায়ন ৯০, পরিসংখ্যান ৯০, ফলিত গণিত ৬০।
ব্যবসায় শিক্ষা ইউনিটে মোট আসন সংখ্যা ১০৫০। যার মধ্যে ম্যানেজমেন্টে ১৫০, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস ১৫০, মার্কেটিং ১৫০, ফিন্যান্স ১৫০, ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স ১০০, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস ১০০, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট ১০০, ইন্টারন্যাশনাল বিজনেস ১০০, অগ্যানাইজেশন স্ট্র্যাটেজি এন্ড লিডারশীপ বিভাগে ৫০ টি আসন রয়েছে।
চারুকলা ইউনিটে কোটাসহ মোট আসন সংখ্যা ১৩০। যার মধ্যে অঙ্কন ও চিত্রায়ণ ২৫, গ্রাফিক ডিজাইন ২৫, প্রিন্টমেকিং ১২, প্রাচ্যকলা ১৫, মৃৎশিল্প ১০, ভাস্কর্য ১০, কারুশিল্প ১৫, শিল্পকলার ইতিহাস বিভাগে ১৮ টি আসন রয়েছে।
এদিকে বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক ভর্তি পরীক্ষার জন্য অনলাইনে আবেদন শুরু আজ ৪ নভেম্বর থেকে। আবেদন প্রক্রিয়া চলবে আগামী ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আবেদন ফি ১ হাজার ৫০ (এক হাজার পঞ্চাশ) টাকা। তবে আইবিএ ইউনিটের ফি ১ হাজার ৫০০ টাকা। ভর্তি পরীক্ষা আগামী ৩ জানুয়ারি থেকে শুরু হবে।