০৪ নভেম্বর ২০২৪, ১০:৫৭

২৪ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছের ৫ম মনোনয়ন কবে, যা জানা গেল

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা  © ফাইল ছবি

২৪ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির জন্য আরও একটি বিষয় ও বিশ্ববিদ্যালয় মনোনয়ন বা মাইগ্রেশনের সুযোগ দেওয়া হবে। তবে এর আগে বিশ্ববিদ্যালয়গুলোর শূন্য আসনের তালিকা নেওয়া হচ্ছে। এরপর মনোনয়ন প্রকাশ করবে ভর্তি কমিটি। ৯ বিশ্ববিদ্যালয়ের কৃষি গুচ্ছের ভর্তি প্রক্রিয়ার সঙ্গে সমন্বয় করে ২৪ বিশ্ববিদ্যালয়ের শূন্য আসন পূরণ করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

জানা গেছে, ৯ বিশ্ববিদ্যালয়ের কৃষি গুচ্ছে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া চলছে। এ বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীরা ভর্তি হলে ২৪ বিশ্ববিদ্যালয়ে শূন্য আসন বাড়তে পারে। এ কারণে দুই গুচ্ছ সমন্বয় করে ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে। মঙ্গলবারের মধ্যে (৫ নভেম্বর) শূন্য আসনের তালিকা পেলে আগামী ১০ কিংবা ১১ নভেম্বরের দিকে গুচ্ছের ৫ম মেধাতালিকা প্রকাশ হতে পারে।

এ বিষয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ভর্তি কমিটির সদস্য সচিব এবং স্কুল অব এগ্রিকালচার অ্যান্ড মিনারেল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবু সাঈদ আরফিন খান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, শূন্য আসনের তালিকা সংগ্রহ করা হচ্ছে। এরপর ১০ থেকে ১১ নভেম্বরের মধ্যে পরবর্তী বিষয় মনোনয়ন দেওয়া হতে পারে।

২৪ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কৃষি গুচ্ছের ভর্তি প্রক্রিয়ার পর আসন শূন্য থাকা বা হওয়া সাপেক্ষে জিএসটি গুচ্ছের সাবজেক্ট ও বিশ্ববিদ্যালয় মাইগ্রেশনের মাধ্যমে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম সমাপ্ত করা হবে।

আরো পড়ুন: ঢাবির ভর্তি আবেদন শুরু আজ, সর্বোচ্চ ফি দেড় হাজার টাকা

জানা গেছে, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং কিশোরগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদত্যাগ করার পর নতুন কাউকে গুচ্ছ ভর্তি পরীক্ষার দায়িত্ব দেওয়া হয়নি। তবে চলতি সপ্তাহে সভা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে অন্তত চারজন সাবেক ও বর্তমান উপাচার্য দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেন।

এদিকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছ থেকে বেরিয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। ফলে ২৪ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ থাকছে কিনা, সে বিষয়ে সংশয় দেখা দিয়েছে। তবে গুচ্ছের বিষয়ে এখনও কোনও সভায় বসেনি কর্তৃপক্ষ। ডিসেম্বরের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।