০২ নভেম্বর ২০২৪, ১০:৪১

ঢাবির ভর্তি আবেদন শুরু সোমবার, বুয়েট-মেডিকেলসহ অন্যগুলোর কবে

ঢাবির ভর্তি আবেদন শুরু সোমবার, বুয়েট-মেডিকেলসহ অন্যগুলোর কবে
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী  © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে স্নাতক ভর্তি পরীক্ষার জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে আগামী সোমবার (৪ নভেম্বর) থেকে। মেডিকেলের ভর্তি পরীক্ষা আগামী ১৭ জানুয়ারি হওয়ার কথা জানালেও এখনও আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। বুয়েটসহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখও ক্রমান্বয়ে জানা যাবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক ভর্তি পরীক্ষার জন্য অনলাইনে আবেদন শুরু আগামী ৪ নভেম্বর থেকে। আবেদন প্রক্রিয়া চলবে আগামী ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আবেদন ফি ১ হাজার ৫০ (এক হাজার পঞ্চাশ) টাকা। তবে আইবিএ ইউনিটের ফি ১ হাজার ৫০০ টাকা। ভর্তি পরীক্ষা আগামী ৩ জানুয়ারি থেকে শুরু হবে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত মাধ্যমিক বা সমমান এবং ২০২৪ সনের উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের মধ্যে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য নির্ধারিত শর্ত পূরণ করে, কেবল তারাই ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।

ভর্তি প্রার্থীরা আগামী সোমবার দুপুর ১২টা থেকে ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন ফি ১ হাজার ৫০ টাকা এবং আইবিএ ইউনিটের আবেদন ফি ১৫শ’ টাকা চারটি রাষ্ট্রায়ত্ব বানিজ্যিক ব্যাংকের (সোনালী, জনতা, অগ্রণী, রূপালী) যে কোন শাখায় অথবা অনলাইনে ডেবিট/ক্রেডিট কার্ড, মোবাইল ফিনান্সিয়াল সেবা ব্যবহার করে জমা দেবেন।

ঢাবির ভর্তি পরীক্ষা কোন ইউনিটে কবে
১. কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট: ২৫ জানুয়ারি(শনিবার) 
২. বিজ্ঞান ইউনিট: ১ ফেব্রুয়ারি(শনিবার)
৩. ব্যবসায় শিক্ষা ইউনিট: ৮ ফেব্রুয়ারি (শনিবার) 
৪. চারুকলা ইউনিট (সাধারণ জ্ঞান ও অঙ্কন): ৪ জানুয়ারি (শনিবার ) 
৫. আইবিএ ইউনিট: ৩ জানুয়ারি(শুক্রবার)

শিক্ষার্থীরা পাঁচটি ইউনিটে আবেদন করতে পারবেন। আবেদনের যোগ্যতাসহ ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ওয়েবসাইটে প্রদত্ত সংশ্লিষ্ট ইউনিটের ভর্তি নির্দেশিকায় উল্লেখ থাকবে। চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান ও অঙ্কন) একই দিনে অনুষ্ঠিত হবে বিধায় এ ইউনিটের এবং আইবিএ ইউনিটের ভর্তি পরীক্ষা শুধুমাত্র ঢাকা কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

বিজ্ঞান অনুষদ, জীববিজ্ঞান অনুষদ, ফার্মেসী অনুষদ, আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদ, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজী অনুষদভুক্ত সকল বিভাগ এবং সংশ্লিষ্ট ইনষ্টিটিউটে ভর্তির জন্য বিজ্ঞান ইউনিট, কলা অনুষদ, আইন অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত সকল বিভাগ এবং সংশ্লিষ্ট ইনষ্টিটিউটে ভর্তির জন্য কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত সকল বিভাগে ভর্তির জন্য ব্যবসায় শিক্ষা ইউনিট, চারুকলা অনুষদভুক্ত সকল বিভাগে ভর্তির জন্য চারুকলা ইউনিট এবং আইবিএ ইনস্টিটিউটে ভর্তির জন্য আইবিএ ইউনিটে আবেদন করতে হবে ভর্তি-ইচ্ছুকদের। 

মেডিকেল
২১ ফেব্রুয়ারি, পবিত্র শবে বরাত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাসহ বেশ কয়েকটি কারণে আগামী ১৪ ফেব্রুয়ারি মেডিকেলের এমবিবিএস ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আগামী ১৭ জানুয়ারি এই পরীক্ষা আয়োজনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর ২৮ ফেব্রুয়ারি ডেন্টালের বিডিএস ভর্তি পরীক্ষা আয়োজন করা হবে।

স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা যায়। গত ২৯ অক্টোবর অভ্যন্তরীণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বুধবার (৩০ অক্টোবর) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর বিষয়টি নিশ্চিত করে জানান, মেডিকেলের ভর্তি পরীক্ষার তারিখ ১৭ জানুয়ারি নীতিগতভাবে চূড়ান্ত হয়েছে। আর ডেন্টালের ভর্তি পরীক্ষা ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

তিনি বলেছেন, ১৪ ফেব্রুয়ারি বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে সিদ্ধান্ত ছিল। কিন্তু ওই দিন শবে বরাত হতে পারে, আবার ২১ ফেব্রুয়ারি নেওয়া সম্ভব নয়। এসব কারণে ২৮ ফেব্রুয়ারি বিডিএস পরীক্ষা নেওয়া হবে। এতে অধিদপ্তরের মহাপরিচালক সম্মত রয়েছেন বলেও জানান তিনি। ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর বলেন, সময়মতো এ বিষয়ে বিজ্ঞপ্তি দেওয়া হবে।

বুয়েট
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে একাডেমিক কাউন্সিলের সভা ডাকা হয়েছে। আগামীকাল রোববার(৩ নভেম্বর) এ সভা অনুষ্ঠিত হবে। গত ২৯ অক্টোবর দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানান বুয়েটের ভিসি অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান। 

তিনি বলেন, ৩ নভেম্বর একাডেমিক কাউন্সিলের সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সভার পর ভর্তি পরীক্ষার দিনক্ষণ আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে। 

জানা গেছে, গতবারের মত এবারও দুই ধাপে হতে পারে বুয়েটের ভর্তি পরীক্ষা। প্রথম ধাপে এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের প্রাক-নির্বাচনী পরীক্ষা হবে। এরপর এমসিকিউ উত্তীর্ণদের নিয়ে দ্বিতীয় ধাপে হবে লিখিত পরীক্ষা।

সাধারণত মেডিকেল কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সঙ্গে সমন্বয় করে বুয়েটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে। এবারও সে ধারা বজায় রেখে ভর্তি পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইউনিটপ্রতি ৭২ হাজারের বেশি শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় বসতে পারেন না। তবে এ বছর দ্বিগুণ ভর্তিচ্ছু শিক্ষার্থী পরীক্ষায় বসতে পারবেন বলে একাধিক সূত্র জানিয়েছে। সিলেকশন থাকবে কিনা বা থাকলেও কতটুকু শর্ত আরোপ করা হবে, তা আবেদন সংখ্যার ওপর নির্ভর করবে। 

যদি ধারণ ক্ষমতার অতিরিক্ত সংখ্যক ভর্তিচ্ছু শিক্ষার্থী প্রাথমিক আবেদন করে থাকে, তাহলে খুবই লিমিটেড স্কেলে শর্ত আরোপ করা হবে। কারণ সবাইকে তো আর সুযোগ দেওয়া সম্ভব হবে না। 

সূত্রটি আরও জানায়, অ্যাকাডেমিক কাউন্সিলে আলোচনা হয়েছিল যে, কয় হাজার শিক্ষার্থীকে একবারে পরীক্ষা নেওয়া যাবে। হিসাব করে দেখা গেল, আনুমানিক ১ লাখ ৪০ হাজার শিক্ষার্থীকে একেবারে পরীক্ষা নেওয়া যাবে। এর বেশিও হতে পারে। তার মানে এর বেশি শিক্ষার্থী আবেদন করলে সিলেকশন দিয়ে শর্ত আরোপ করা হবে। আর কম হলে শর্ত দেওয়া লাগবে না। সবাইকেই সুযোগ দেওয়া যাবে।

এবার আনুমানিক কতজন শিক্ষার্থীকে পরীক্ষায় বসার সুযোগ সৃষ্টি হতে পারে এমন প্রশ্নের উত্তরে সূত্রটি জানায়, গত বছরের থেকে এবার দ্বিগুণ শিক্ষার্থী পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। আশা করা যায়, এ বছর ইউনিট প্রতি ১ লাখ ৪০ হাজার শিক্ষার্থী পরীক্ষা দিতে পারবেন।

আরো পড়ুন: ৭ কলেজ নিয়ে সরকারের সিদ্ধান্তের বিষয়ে যা জানাল ঢাবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়
গুচ্ছ থেকে বেরিয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। আগের মতো নিজস্ব পদ্ধতিতে ভর্তি কার্যক্রম শুরু করার লক্ষ্যে উপাচার্যের নেতৃত্বে ১১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে প্রশাসন। গত ২১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. শেখ গিয়াস উদ্দিন নিশ্চিত করেছেন।

রেজিস্ট্রার অধ্যাপক ড. গিয়াস উদ্দিন ডেইলি ক্যাম্পাসকে বলেন, একটি কমিটি হয়েছে। ইতিমধ্যে গুচ্ছ ভর্তি পরীক্ষার কমিটিকে বিষয়টি জানানো হয়েছে। জানুয়ারির প্রথম সপ্তাহে ভর্তি পরীক্ষা নেওয়ার সম্ভাব্য সময় ধরা হয়েছে। নভেম্বরে ভর্তি পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি দেওয়া হবে। 

জবির শিক্ষকরা গুচ্ছ থেকে বের হয়ে এসে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিতে দাবি জানিয়ে আসছিলেন। সে দাবির পরিপ্রেক্ষিতে একাডেমিক কাউন্সিলের সদস্যদের সম্মিলিত সম্মতিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

তিন গুচ্ছ
২৪ বিশ্ববিদ্যালয়ের সাধারণ গুচ্ছ এবং ৯ বিশ্ববিদ্যালয়ের কৃষি গুচ্ছের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম এখনও শেষ হয়নি। তিন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল গুচ্ছের ভর্তি কার্যক্রম শেষে সদ্য ক্লাস শুরু হয়েছে। এ তিন গুচ্ছের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিষয়ে এখনও কোনও সিদ্ধান্তের কথা জানানো হয়নি।