১৮ নভেম্বর ২০১৮, ১২:০৫

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২৩ নভেম্বর শুরু

বরিশাল বিশ্ববিদ্যালয়  © টিডিসি ফটো

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষে  স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৩ ও ২৪ নভেম্বর। পরীক্ষায় আসনপ্রতি লড়বে ২৪ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। শনিবার বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  এবছর নতুন দুুটি বিভাগ পরিসংখ্যান এবং ইতিহাস ও সভ্যতাসহ ৬টি অনুষদের অধীনে ২৪টি বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ২৩ নভেম্বর শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ‘খ’ ইউনিট ও ৩টা থেকে ৪টা পর্যন্ত ‘গ’ ইউনিটের পরীক্ষা হবে। ২৪ নভেম্বর শনিবার সকাল ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ‘ক’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এবার ভর্তি পরীক্ষায় মোট  আবেদনকারীর সংখ্যা ৩৫ হাজার ৩৫২ জন। এর মধ্যে বিভাগ পরিবর্তনের জন্য আবেদন করেছে ৯ হাজার ৬০১ জন শিক্ষার্থী। এ বছর ‘ক’ ইউনিটে আবেদন করেছে ১৪ হাজার ৯০২ জন,‘খ’ ইউনিটে ৬ হাজার ৪৫৭ জন এবং ‘গ’ ইউনিটে ৪ হাজার ৩৯২ জন শিক্ষার্থী।

ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে ২৪ জন শিক্ষার্থী প্রতিযোগীতা করবে । এর মধ্যে ‘ক’ ইউনিটে প্রতি আসনের বিপরীতে লড়বে ২৫ জন, ‘খ’ ইউনিটে ১৭ জন এবং ‘গ’ ইউনিটে ১৮ জন শিক্ষার্থী আসনপ্রতি লড়বে।

ভর্তি পরিক্ষার যাবতীয় তথ্যাদি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট  (barisaluniv.edu.bd) থেকে পাওয়া যাবে।