০১ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৩

গার্মেন্ট বিজনেসে পোস্ট-গ্র্যাজুয়েট ডিপ্লোমার সুযোগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএতে  

গার্মেন্ট বিজনেসে পোস্ট-গ্র্যাজুয়েট ডিপ্লোমার সুযোগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএতে  
আইবিএ ঢাকা বিশ্ববিদ্যালয়  © সংগৃহীত

বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন ও উচ্চ প্রবৃদ্ধির দিকে এগিয়ে চলার পথে পোশাক শিল্পের (আরএমজি) ভূমিকা অনন্য। দেশের বৃহত্তম রপ্তানিকারক ও একযোগে বৃহত্তম নিয়োগকর্তা হলেও এই খাতটি মধ্যম থেকে শীর্ষ পর্যায়ের ব্যবস্থাপকদের দক্ষতার অভাবের কারণে পূর্ণ সম্ভাবনা অর্জনে এখনো সংগ্রাম করেই যাচ্ছে। আরএমজি রপ্তানির লক্ষ্য অর্জনে সরকার দক্ষ ব্যবস্থাপকগোষ্ঠী তৈরিতে উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগ সফল করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের সহযোগিতায় গার্মেন্ট বিজনেসের ওপর পোস্ট-গ্র্যাজুয়েট ডিপ্লোমা (পিজিডি-জিবি) কোর্স চালু করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৬ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের যোগ্যতা
*যে কোনো বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং সিজিপিএ ৪-এর মধ্যে ন্যূনতম  ২.৫০ শ্রেণি/বিভাগ থাকতে হবে;
*এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় উভয় ক্ষেত্রেই সিজিপিএ ৫-এর মধ্যে ন্যূনতম ৩ থাকতে হবে এবং শ্রেণি/বিভাগ পদ্ধতিতে সমমানের ফলাফল থাকতে হবে;
*অভিজ্ঞ প্রার্থীদের জন্য আরএমজি খাতে ন্যূনতম ৩ (তিন) বছরের কাজের অভিজ্ঞতা দরকার;
*কাজের অভিজ্ঞতা ছাড়াও প্রার্থীরা ফ্রেশার হিসেবে আবেদন করতে পারবেন;
*আবেদনের তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ৪৮ বছরের মধ্যে হতে হবে;
*পূর্বে SEIP-এর অধীনে কোনো প্রোগ্রামে ভর্তি হলে আবেদন করতে পারবেন না।

যেভাবে আবেদন করবেন
আগ্রহী প্রার্থীরা আগামী ১৬ সেপ্টেম্বেরের মধ্যে অনলাইনে এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন।

লিখিত পরীক্ষা
আগামী ২০ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় পাস করা প্রার্থীরা মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে কোর্স  করার সুযোগ পাবেন।

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।