২৬ অক্টোবর ২০১৮, ১৫:১৪

জবির বিশেষায়িত বিভাগের ভর্তি পরীক্ষা শনিবার শুরু

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির বিশেষায়িত বিভাগগুলোর ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে শনিবার। পরীক্ষার সময়সূচী ও আসন বিন্যাস প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশেষায়িত বিভাগগুলো হচ্ছে সংগীত, চারুকলা, নাট্যকলা ও ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগ। 

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর জানায়, চারটি বিভাগে মোট ১৫০টি আসনের বিপরীতে এক হাজার ৩৪৬ জন শিক্ষার্থী ভর্তি যুদ্ধে অংশ নেবেন। 

সংগীত বিভাগে ৪০টি আসনের বিপরীতে ২২৩ জন পরীক্ষার্থী লিখিত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন। সংগীত বিভাগের লিখিত পরীক্ষা শনিবার বেলা ১টা থেকে বেলা ২টা পর্যন্ত ভাষা শহীদ রফিক ভবনের ৪র্থ তলায় (কক্ষ নম্বর ৪০১, ৪০২, ৪০৩ ও ৪০৪) অনুষ্ঠিত হবে। এছাড়া ৩১ অক্টোবর (বুধবার) সংগীত বিভাগে (ইউটিলিটি ভবন, ৪র্থ তলা) ১ থেকে ১১২ পর্যন্ত ৪০১নং কক্ষে এবং ১১৩ থেকে ২২৩নং পর্যন্ত পরীক্ষার্থীদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা ৪০২নং কক্ষে অনুষ্ঠিত হবে। 

চারুকলা বিভাগে ৪০টি আসনের বিপরীতে ৫৪৭ জন পরীক্ষার্থী লিখিত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন। চারুকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষা শনিবার সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত ভাষা শহীদ রফিক ভবনের বাংলা ও ইতিহাস বিভাগে অনুষ্ঠিত হবে এবং ৩০ অক্টোবর ব্যবহারিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। এছাড়া ৩১ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের মৌখিক পরীক্ষা চারুকলা বিভাগে (ইউটিলিটি ভবন) অনুষ্ঠিত হবে। 

নাট্যকলা বিভাগে ৪০টি আসনের বিপরীতে ১৬৯ জন পরীক্ষার্থী লিখিত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন। লিখিত ভর্তি পরীক্ষা ২৯ অক্টোবর সকাল ৯টা থেকে সকাল ১০টা পর্যন্ত ভাষা শহীদ রফিক ভবনের ৪০৩ ও ৪০৪নম্বর কক্ষে অনুষ্ঠিত হবে। এছাড়া ২৯ অক্টোবর বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ১ থেকে ২৫নং পর্যন্ত এবং দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ২৬ থেকে ৫০ নম্বর পর্যন্ত, ৩০ অক্টোবর সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত ৫১ থেকে ১০০নম্বর পর্যন্ত এবং দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১০১ থেকে ১৬৯নম্বর পর্যন্ত পরীক্ষার্থীদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা নাট্যকলা বিভাগে (৬ষ্ঠ তলা, ইউটিলিটি ভবন) অনুষ্ঠিত হবে।


ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগে ৩০টি আসনের বিপরীতে ৪০৭ জন পরীক্ষার্থী লিখিত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন। ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের লিখিত পরীক্ষা ২৮ অক্টোবর দুপুর আড়াইটা থেকে বিকাল চারটা পর্যন্ত ভাষা শহীদ রফিক ভবনের বাংলা বিভাগে (৩৩১, ৩৩২, ৩৩৩, ৪০২ নম্বর কক্ষ) ও ইতিহাস বিভাগে (৩২৫, ৩২৬, ৩২৭ ও ৪০১ নম্বর কক্ষ) অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার ফল ১ নভেম্বর প্রকাশ করা হবে। এছাড়া ৪ নভেম্বর ও ৫ নভেম্বর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের মৌখিক পরীক্ষা সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগে অনুষ্ঠিত হবে।

এছাড়া পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার হলে পরীক্ষার্থীদের প্রবেশ করতে হবে। লিখিত ও মৌখিক পরীক্ষার মূল প্রবেশপত্র অবশ্যই সঙ্গে আনতে হবে। ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্যাদি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। তথ্য জানতে www.jnu.ac.bd.

এদিকে সফলভাবে আবেদনকৃত পরীক্ষার্থীদের ভর্তি পরীক্ষার তারিখ, সময় ও আসন বিন্যাস আবেদনের সময় প্রদত্ত মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে জানানো হয়েছে।