কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা পেছানো নিয়ে যা জানা গেল
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৪ জুলাই ২০২৪, ০৭:৫৭ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৪, ০৮:৫৮ PM
সর্বজনীন পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় সর্বাত্মক কর্মবিরতি পালন করছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। এ অবস্থায় কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা নির্ধারিত সময়ে না হওয়ার সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা।
রবিবার কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা সংশ্লিষ্ট একাধিক সূত্র দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে, কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা পিছিয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগামীকাল সোমবার বেলা ১১টায় সভায় বসতে যাচ্ছেন উপাচার্যরা। সেখানে সার্বিক পরিস্থিতি বিবেচনায় পরীক্ষা পিছিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
নাম অপ্রকাশিত রাখার শর্তে কৃষি গুচ্ছভুক্ত একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে এখন আন্দোলন চলছে। পরীক্ষা আয়োজনের কোনো পরিস্থিতিই নেই। কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে আন্দোলন করছেন। অবরোধের কারণে বাস-ট্রেন চলাচলে ব্যাঘাত ঘটছে। ফলে নির্ধারিত দিনে পরীক্ষা আয়োজন প্রায় অসম্ভব।
তিনি আরও বলেন, আগামীকাল সার্বিক পরিস্থিতি সকলের সামনে তুলে ধরা হবে। আশা করছি আয়োজক কমিটি বর্তমান পরিস্থিতি বিবেচনায় পরীক্ষা পেছানোর সিদ্ধান্তই নেবেন।
গেল বছরগুলোতে ৮টি বিশ্ববিদ্যালয় নিয়ে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলেও এবার নতুন করে শিক্ষা কার্যক্রম চালুর অনুমোদন পাওয়া কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ও এ গুচ্ছে যুক্ত হয়েছে।
কৃষি গুচ্ছে থাকা আগের ৮টি বিশ্ববিদ্যালয় হলো- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শেখ মুজিব কৃষি বিশ্ববিদ্যালয়, শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেনারি ও এনিম্যাল সাইন্স ইউনিভার্সিটি, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়।