ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুত চবি, থাকছে গোপন ক্যামেরাও

সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী
সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী  © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। শনিবার থেকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হবে যা চলবে বুধবার পর্যন্ত। ভর্তি পরীক্ষাকে সামনে রেখে ক্যাম্পাসে গোপন ক্যামেরা স্থাপন এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃৃপক্ষ। 

বুধবার দুপুরে উপাচার্যের সভা কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান চবির ভর্তি পরীক্ষা কমিটি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীন আখতার, সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমেদ, প্রক্টর আলী আজগর চৌধুরী ও বিভিন্ন ইউনিটের কো-অর্ডিনেটরসহ ভর্তি পরীক্ষা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

সংবাদ সম্মেলনে উপাচার্য বলেন, এ বছর আমরা সম্পূর্ণ নিজেদের প্রেস এবং নিজস্ব ডিভাইসের মাধ্যমে কোনো প্রকার ভুলত্রুটি ছাড়াই ভর্তি আবেদনের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করতে সক্ষম হয়েছি। ভর্তি প্রক্রিয়ার বাকী কার্যক্রম গুলো আমাদের নিজস্ব ডিভাইস দ্বারাই সম্পন্ন করা হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রক্টর আলী আজগর চৌধুরী বলেন, এ বছর ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সবধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে গোপন ক্যামেরা ব্যবহার করা হয়েছে।

 


সর্বশেষ সংবাদ