ছবিতে দেখুন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষার আয়োজন
গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় বসছেন শিক্ষার্থীরা। ইতিমধ্যে বিভিন্ন কেন্দ্রে আসতে শুরু করেছেন ভর্তিচ্ছুরা। আজ শনিবার (২৭ এপ্রিল) এ পরীক্ষা শুরু হয়ে তিন ইউনিটের পরীক্ষা শেষ হবে আগামী ১০ মে। আজ প্রথমদিন ‘এ’ ইউনিটের পরীক্ষা দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। একই দিনে আর্কিটেকচার ব্যবহারিক (ড্রয়িং) পরীক্ষা বেলা সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
ছবিতে দেখুন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কেন্দ্রের চিত্র।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রের চিত্র। ছবি: বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জোবায়ের আহমেদ
ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রের চিত্র। ছবি: বিশ্ববিদ্যালয় প্রতিবেদক রাকিব
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রের চিত্র। ছবি: বিশ্ববিদ্যালয় প্রতিবেদক সুজন চন্দ্র
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রের চিত্র। ছবি: বিশ্ববিদ্যালয় প্রতিবেদক রিয়া মোদক
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রের চিত্র। ছবি: বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জহুরুল ইসলাম
বিশ্ববিদ্যালয়গুলোর ২১ হাজার আসনের বিপরীতে এবার আবেদন জমা পড়েছে ৩ লাখ ৫ হাজার ৩৪৬টি। হিসেবে আসনপ্রতি লড়বেন ১৫ জন ভর্তিচ্ছু। এর মধ্যে বিজ্ঞান শাখার ‘এ’ ইউনিটে ১ লাখ ৭০ হাজার ৫৯৯ আবেদন পড়েছে।একাধিক ক্যাম্পাস ঘুরে দেখা গেছে, সকাল থেকেই ভর্তি পরীক্ষা দিতে আসছেন ভর্তিচ্ছুরা। তাদের অনেকের সঙ্গে অভিভাবকরাও রয়েছেন। এ ছাড়া বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবীদেরও প্রস্তুতি নিতে দেখা গেছে। তারা আলাদা আলাদা স্থানে বসে শিক্ষার্থীদের নানা বিষয়ে সহযোগিতা করবেন।