যবিপ্রবির নতুন শিক্ষাবর্ষে কোটা ছাড়া ভর্তির সুযোগ পাবেন ৯৪৫ শিক্ষার্থী
স্নাতক ২০২৩-২৪ শিক্ষাবর্ষের জন্য ভর্তির যোগ্যতা ও শর্তাবলি প্রকাশ করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। এ বছর সাতটি অনুষদের অধীনে ২৭টি বিভাগে মোট ৯৪৫ জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবেন। এর মধ্যে গুচ্ছ ভর্তি পরীক্ষার মাধ্যমে ৯১৫ আসন এবং স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের অধীনে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান (পিইএসএস) বিভাগে ৩০ আসনে যবিপ্রবির নিজস্ব তত্ত্বাবধানে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
যবিপ্রবির নতুন ভেটেরিনারি মেডিসিন অনুষদ এ আসন সংখ্যার বাইরে। মঙ্গলবার (৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ভর্তি কমিটির সদস্য সচিব প্রকৌশলী মো. আহসান হাবীব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গুচ্ছ ভর্তি পরীক্ষার মাধ্যমে পূরন করা ৯১৫ আসনের ভর্তি যোগ্যতা ও শর্তাবলি প্রকাশ করা হয়।
ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের ৯৪৫টি আসন ছাড়াও মোট আসনের ৫ শতাংশ মুক্তিযোদ্ধা, ১ শতাংশ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, ১ শতাংশ প্রতিবন্ধী এবং যবিপ্রবিতে কর্মরত শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীর সন্তানদের জন্য ১ শতাংশ পোষ্য কোটা সংরক্ষণ করা হয়েছে।
আরো পড়ুন: ঢাবিতে মুক্তিযোদ্ধা কোটায় সন্তান ও নাতি-নাতনিরা ভর্তির সুযোগ পান যেভাবে
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ, বি ও সি ইউনিটভুক্ত বিভিন্ন বিভাগে ভর্তির জন্য উচ্চমাধ্যমিক/সমমান পরীক্ষায় নির্দিষ্ট বিষয়বলি ও গুচ্ছ পরীক্ষায় নির্দিষ্ট ওই বিভাগে ভর্তি হতে হলে কত মার্কস পেতে হবে, সেই সম্পর্কিত শর্তাবলি জানানো হয়েছে। এ সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে শিক্ষার্থীদের যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট (www.just.edu.bd) ভিজিট করতে বলা হয়েছে।