চবি ভর্তি পরীক্ষার চয়েজ লিস্ট পূরণের তারিখ ঘোষণা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে বিভিন্ন ইউনিট/উপ-ইউনিটে মেধা তালিকায় উত্তীর্ণ সাধারণ ও কোটার আসনে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অনলাইনে বিভাগ বা ইনস্টিটিউট পছন্দক্রম (চয়েজ লিস্ট) পূরণের তারিখ ঘোষণা করা হয়েছে। রোববার (২৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ সময়সীমা প্রকাশ করা হয়।
এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গত ১৪ মার্চ অনুষ্ঠিত ২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটির ৯ম সভার সিদ্ধান্তক্রমে বিভিন্ন ইউনিট/উপ-ইউনিটওয়ারী মেধা তালিকায় উত্তীর্ণ ভর্তিচ্ছু শিক্ষার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইনে বিভাগ বা ইনস্টিটিউট পছন্দক্রম পূরণ করতে পারবে।
উল্লেখ্য, কোটায় উত্তীর্ণ ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আলাদাভাবে অনলাইনে বিভাগ/ইনস্টিটিউট পছন্দক্রম পূরণ করতে হবে। নির্দিষ্ট সময়সীমার মধ্যে অনলাইনে বিভাগ বা ইনস্টিটিউট পছন্দক্রম পূরণ না করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর ভর্তির প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে।
আরো পড়ুন: ২৪ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ
উল্লেখ্য, সাধারণ ও কোটার আসনে নির্ধারিত মেধাক্রমের কোনো ভর্তিচ্ছু শিক্ষার্থী প্রযোজ্য ক্ষেত্রে আগামী ২ এপ্রিল থেকে ৮ এপ্রিলের মধ্যে নির্ধারিত সংশোধনী ফি প্রদান সাপেক্ষে নিয়মানুযায়ী বিভাগ বা ইনস্টিটিউট পছন্দক্রম সংশোধন করতে পারবে। এ সম্পর্কিত তথ্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তির ওয়েবসাইটে (https://admission.cu.ac.bd) পাওয়া যাবে। প্রয়োজনে হেল্প ডেস্কে যোগাযোগ করা যাবে।
বিভাগ বা ইনস্টিটিউট পছন্দক্রম (চয়েজ লিস্ট) পূরণের সময়সীমা দেখুন-