এবার জাবিতে মোট আসন ১৮৪৪টি— কোন বিভাগ ও ইনস্টিটিউটে কত দেখে নিন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৫ মার্চ ২০২৪, ০৯:০৬ AM , আপডেট: ১৫ মার্চ ২০২৪, ০৯:১৩ AM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি কার্যক্রমের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। সম্প্রতি এ সংক্রান্ত সময়সূচি ও নির্দেশিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একইসঙ্গে বিস্তারিত আসন সংখ্যাও প্রকাশ করা হয়েছে।
নির্দেশিকা অনুযায়ী, ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের আগামী ১৮ মার্চ থেকে ২৫ মার্চের মধ্যে অনলাইনে পছন্দক্রমের ফরম পূরণ করতে হবে।
আরও পড়ুন: জাবি ভর্তি আবেদন-মেধাতালিকা-চূড়ান্ত ভর্তি কবে, কীভাবে?
এ বছর বিশ্ববিদ্যালয়ের ছয় অনুষদের অধীনে ৩৪টি বিভাগ ও তিন ইনস্টিটিউট মিলিয়ে মোট আসন থাকছে ১ হাজার ৮৪৪টি। এর মধ্যে ছাত্রদের জন্য ৯২২টি এবং ছাত্রীদের জন্য ৯২২টি আসন রয়েছে।