ঢাবির বিজ্ঞান ইউনিটের পরীক্ষায় ববিতে উপস্থিত ৮৮ শতাংশ ভর্তিচ্ছু
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে বিজ্ঞান ইউনিটের ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষায় বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। এতে মোট পরীক্ষার্থী ছিলেন ২ হাজার ২৩৯ জন। উপস্থিত ছিলেন ১ হাজার ৯৮০ জন। সে হিসেবে শতকরা ৮৮.৪৩ শতাংশ ভর্তিচ্ছু এ কেন্দ্রের পরীক্ষায় অংশ নিয়েছেন।
শুক্রবার (০১ মার্চ) সকাল ১১ থেকে পরীক্ষা শুরু হয় এ পরীক্ষা। শেষ হয়েছে দুপুর সাড়ে ১২টায়। পরীক্ষা শুরুর ২০ মিনিট পর কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) উপাচার্য ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া।
কেন্দ্র পরিদর্শন শেষে ববি উপাচার্য বলেন, কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে।
২০২৩-২৪ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান ইউনিটে ১ হাজার ৮৫১টি আসনের বিপরীতে এক লাখ ২২ হাজার ৮১ জন ভর্তিচ্ছু পরীক্ষার জন্য আবেদন করছেন। বিগত বছরগুলোর মতো এবারও বরিশালসহ দেশের ৮ বিভাগীয় শহরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।