ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র দেখুন

ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা
ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। শুক্রবার (১ মার্চ) বেলা ১১টা থেকে শুরু হওয়া এ পরীক্ষা চলে বেলা সাড়ে ১২টা পর্যন্ত। এ পরীক্ষার প্রশ্নপত্র দ্যা ডেইলি ক্যাম্পাসের হাতে এসেছে।

ভর্তি পরীক্ষা ফল প্রকাশ করতে একমাস সময় লাগতে পারে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার আজ ‍শুক্রবার ভর্তি পরীক্ষা চলাকালে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল  প্রকাশ করতে প্রায় একমাস সময় লাগবে। এমসিকিউ পরীক্ষার মুল্যায়ন করতে ৩-৪ দিন সময় লাগলেও লিখিত পরীক্ষার খাতা মুল্যায়ন করতে ৩-৪ সপ্তাহ লেগে যায়। 

বিষয়ভিত্তিক শিক্ষক দ্বারা খাতার সঠিক মূল্যায়ন করতে সময় বেশি লাগে জানিয়ে তিনি বলেন, সামগ্রিক দিক বিবেচনা করে চূড়ান্ত ফলাফল প্রকাশ করতে এক মাস সময় লেগে যাবে।

আরো পড়ুন: ঢাবির ভর্তি পরীক্ষার ফল কবে, যা বলছে কর্তৃপক্ষ

জানা গেছে, এবার চারটি ইউনিটের মধ্যে এই ইউনিটে সর্বোচ্চ আবেদন পড়েছে। ইউনিটটিতে আসনপ্রতি প্রায় ৬৬টি আবেদন পড়েছে। বিজ্ঞান ইউনিটে আসন রয়েছে এক হাজার ৮৫১টি। এ জন্য আবেদন করেছেন ১ লাখ ২২ হাজার ৮২ জন। ঢাকাসহ আটটি বিভাগীয় বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে এ পরীক্ষা।

প্রশ্নপত্র দেখুন নিচে-


সর্বশেষ সংবাদ