চবি ভর্তি পরীক্ষা: শাটল ট্রেনের নতুন সূচি প্রকাশ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা উপলক্ষে শাটল ট্রেনের চলাচলের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। আগামী শনিবার (২ মার্চ), ৮ মার্চ, ৯ মার্চ ও ১৬ মার্চ এই চারদিন নতুন সূচিতে চলবে। বাকি দিনগুলোতে নিয়মিত সূচিতে চলবে।
বুধবার বিকেলে এক সংবাদ সম্মেলনে সূচির বিষয়টি জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নূরুল আজিম সিকদার। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে জানাতে প্রক্টর কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
নতুন সময়সূচি অনুযায়ী ভর্তি পরীক্ষার চার দিন ট্রেন চট্টগ্রাম নগরের বটতলী থেকে সকাল ৬টা, সাড়ে ৬টা, ৮টা ১৫ মিনিট, ৮টা ৪০ মিনিট, বেলা ২টা ৫০ মিনিট, বেলা ৩টা ৫০ মিনিট ও রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে ছেড়ে আসবে। আর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সকাল ৭টা ৫ মিনিট, ৭টা ৩৫ মিনিট, বেলা ১টা, দেড়টা, বিকেল ৪টা, সাড়ে ৫টা ও রাত সাড়ে ৯টায় নগরের বটতলীর উদ্দেশে ট্রেন ছেড়ে যাবে।
প্রক্টর নূরুল আজিম সিকদার বলেন, পরীক্ষার দিন যদি বৃষ্টি হয় তাহলে বিশ্ববিদ্যালয়ের সব মিলনায়তন খুলে দেওয়া হবে। এ ছাড়া শিক্ষার্থী ও অভিভাবকদের নিরাপত্তায় সার্বিক ব্যবস্থা নেওয়া হয়েছে। ছয় শতাধিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিরাপত্তায় কাজ করবেন।