চবির ভর্তি পরীক্ষা: ক্যাম্পাসে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে

প্রক্টর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন
প্রক্টর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন  © টিডিসি ফটো

আগামী শনিবার (২ মার্চ) থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের (স্নাতক) ভর্তি পরীক্ষা, যা চলবে ১৬ মার্চ পর্যন্ত। ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ক্যাম্পাসে বাড়তি নিরাপত্তাসহ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে প্রক্টর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন প্রক্টর অধ্যাপক ড. নূরুল আজিম সিকদার। 

প্রতি বছরের মতো এ বছরও চারটি ইউনিট ও দুটি উপ-ইউনিটে পরীক্ষা হবে। বিশ্ববিদ্যালয়ে মোট আসন রয়েছে ৪ হাজার ৯২৬টি। এর মধ্যে সাধারণ আসন ৪ হাজার ১৮৯টি। আর বাকি ৭৩৭টি আসন কোটায় বরাদ্দ থাকবে। এ বছর মোট পরীক্ষায় বসবেন ২ লাখ ৪৩ হাজার ৫৫৫ শিক্ষার্থী। ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা দিয়ে শুরু হবে এবারের ভর্তিযুদ্ধ।

এবারের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা তৈরি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেইসঙ্গে শিক্ষার্থীদের থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হলে বা কোনো প্রকার সমস্যার সম্মুখীন হলে প্রক্টরিয়াল বডিকে অবহিত করতে পারবেন শিক্ষার্থীরা। এজন্য ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় নাম্বারসহ পোস্টার লাগানো থাকবে।

ভর্তি পরীক্ষা চলাকালীন নিরাপত্তা নিয়ে চবি প্রক্টর বলেন, ভর্তি পরীক্ষার সময় নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, ডিজিএফআই, এনএসআই, ডিএসবি, রেলওয়ে পুলিশ, প্রক্টরিয়াল বডি, নিরাপত্তা কর্মী, বিএনসিসি এবং রোভার স্কাউটের প্রায় ৭ শতাধিক কর্মী নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন। আমরা সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি। পরীক্ষার্থীদের যাতে কোন সমস্যায় পড়তে না হয় এজন্য আমরা সব সময় প্রস্তুত থাকবো। 


সর্বশেষ সংবাদ