২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৩৬

ঢাবি ভর্তি পরীক্ষা শুরু, কেন্দ্রের বাইরে অপেক্ষায় অভিভাবক

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকরা  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ সেশনের আন্ডার গ্রাজুয়েট ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। আজ শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের পরীক্ষা শুরু হয়। এর আগে সকাল থেকেই বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে আসেন শিক্ষার্থী ও অভিভাবকরা। 

নিজ সন্তানদের গুরুত্বপূর্ণ সময়ে পাশে থাকতেই দূর দুরান্ত থেকে সন্তানদেরকে সাথে নিয়ে পরীক্ষাকেন্দ্রে এসেছেন তারা। গতকালই ঢাকার বাইরে থেকে ঢাকায় পাড়ি জমিয়েছেন অনেকেই। সকাল থেকেই তারা অনলাইনে প্রদত্ত কেন্দ্রের সামনে বসে আছেন। 

রাজবাড়ি জেলা থেকে পরীক্ষার্থী সুমি আক্তার এসেছেন তার মা এবং বোনের সাথে। গতকাল রাতেই তারা রাজবাড়ি থেকে ঢাকার মতিঝিল এসে রাত কাটিয়েছে এক আত্মীয়ের বাসায়। সকাল ৭টা বাজেই তারা উপস্থিত হয়েছে পরীক্ষা কেন্দ্রে। 

ফরিদপুর থেকে এসেছে নয়ন কাজী। নয়ন কাজী ঢাকাতেই একটি ভর্তি কোচিংয়ে ক্লাস করতো এবং ফার্মগেট একটি ছাত্রাবাসে থাকতো। দীর্ঘদিনের স্বপ্নকে বাস্তবে রূপান্তর করতেই আজ সে তার চুড়ান্ত পরীক্ষা দিতে প্রস্তুত।

আরো পড়ুন: হঠাৎ বৃষ্টিতে বিপদে ঢাবি ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকরা 

গাজীপুর থেকে বাবার সাথে এসেছে সাদিয়া। সাদিয়া বিজ্ঞান বিভাগে পড়াশোনা করায় কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের পরীক্ষা তার জন্য কঠিন বলে তিনি মনে করছেন। তবে স্বপ্ন পূরণ করতে সকাল সাড়ে সাতটায় হাজির হয়েছেন পরীক্ষাকেন্দ্র।