১০ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:২৮

ফের গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন

ফের গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন
ভর্তি পরীক্ষার্থী  © ফাইল ছবি

গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ফের পরিবর্তন করা হয়েছে। ব্যবসায় শিক্ষা শাখা এবং মানবিক বিভাগের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হলেও বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ অপরিবর্তিত রয়েছে।

জানা গেছে, আগামী ৪ মে গুচ্ছের ‘বি’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা ছিল। আর  ১১ মে ‘সি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছিল। তবে এই সময় উপজেলা পরিষদের নির্বাচন থাকায়  এই দুই ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩ মে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর সি ইউনিটের ভর্তি পরীক্ষা হবে ১০ মে। এই দুটি ইউনিটের ভর্তি পরীক্ষা বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। আর বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ২৭ এপ্রিল পূর্ব নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে।

এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহবায়ক এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন। তিনি বলেন, উপজেলা পরিষদের নির্বাচনের কারণে বি এবং সি ইউনিটের ভর্তি পরীক্ষা একদনি করে এগিয়ে আনা হয়েছে।