২৪ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি প্রস্তত, প্রকাশ রোববার
জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোয় ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রস্তুত করা হয়েছে। এটি পত্রিকায় প্রকাশ করা হবে আগামীকাল রোববার (১১ ফেব্রুয়ারি)। সে অনুযায়ী, ১২ ফেব্রুয়ারি থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে।
বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র এ তথ্য জানিয়েছে। জানা গেছে, ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি আজ শনিবার গণমাধ্যমে পাঠানো হচ্ছে। আগামীকাল রোববার শিক্ষার্থীরা বিস্তারিত জানতে পারবেন।
এর আগে ভর্তি পরীক্ষার তারিখ পুনঃনির্ধারণ করে গুচ্ছ ভর্তি কমিটি। এতে আগের ঘোষিত গুচ্ছের দুই ইউনিটের ভর্তি পরীক্ষা পিছিয়েছে। তবে আগের তারিখেই বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা হবে।
পুনঃনির্ধারিত সময়সূচি অনুযায়ী, আগামী ২৭ এপ্রিল ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা, যা পূর্বের ঘোষিত তারিখ অনুযায়ী হচ্ছে। ৪ মে ‘বি’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা, যা পূর্বে ছিল ৯ মার্চ। ১১ মে ‘সি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা, যা পূর্বে ছিল ৮ মার্চ। সব ইউনিটের ভর্তি পরীক্ষা দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
আরো পড়ুন: গুচ্ছে থেকে ভর্তি পরীক্ষা নিতে ইবিকে নির্দেশ ইউজিসির
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) সম্মেলন কক্ষে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি কমিটির তৃতীয় সভায় এ সিদ্ধান্ত হয়।
সভা শেষে জানানো হয়, ১২ ফেব্রুয়ারি (সোমবার) দুপুর ১২টা ১ মিনিট থেকে ২৬ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। পূর্বের ন্যায় আবেদন ফি দেড় হাজার টাকা ও বিশেষায়িত বিষয়সমূহের জন্য অতিরিক্ত ৫০০ টাকা নেওয়া হবে।