ঢাবিতে ভর্তি: তথ্য পরিবর্তনের বিষয়ে জরুরি নোটিশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট ভাষাসহ বিভিন্ন তথ্য পরিবর্তনের বিষয়ে জরুরি নোটিশ দিয়েছে কর্তৃপক্ষ। সে অনুযায়ী, আবেদনের পর পরিবর্তনের বিষয়টি যাচাই করতে অনুরোধ করা হয়েছে। অন্যথায় পরে আর কোনো সুযোগ দেওয়া হবে না। ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ নোটিশ প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি ২০২৩-২৪ শিক্ষাবর্ষে যে সকল শিক্ষার্থী ছবি, কোটা, কেন্দ্র এবং পরীক্ষা প্রশ্নপত্রের ভাষা পরিবর্তনের জন্য আবেদন করেছিল, তাদের উক্ত বিষয়ের পরিবর্তন সম্পন্ন হয়েছে। আবেদনকারী শিক্ষার্থীদের ড্যাশবোর্ডে লগইন করে পরিবর্তন যাচাই করে নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।
আরো পড়ুন: ঢাবির খেলোয়াড় কোটায় ভর্তি আবেদন শুরুর তারিখ প্রকাশ
আরো বলা হয়েছে, কোনো পরিবর্তনে ব্যত্যয় হলে ২২ জানুয়ারির মধ্যেই ‘কেন্দ্রীয় ভর্তি অফিস, প্রশাসনিক ভবন, কক্ষ নং ২১৪’ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে। অন্যথায় পরবর্তীতে আর কোনো পরিবর্তনের আবেদন গ্রহণ করা হবে না বলে জানানো হয়েছে।