ভর্তি আবেদন চলছে ৫ বিশ্ববিদ্যালয়ের, ৩৪টির সিদ্ধান্ত আজ
২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ এবাধিক প্রতিষ্ঠানের। আজ থেকে শুরু হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের। কয়েকটির আবেদন প্রক্রিয়া চলছে। এ ছাড়া দুটি গুচ্ছের ৩৪ বিশ্ববিদ্যালয়ের বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ রোববার উপাচার্যদের নিয়ে সভায় বসছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের অনলাইনের মাধ্যমে ভর্তি আবেদন গত ১৮ ডিসেম্বর শুরু হয়ে ৫ জানুয়ারি শেষ হয়েছে। এবার বিশ্ববিদ্যালয়টির ভর্তি পরীক্ষা হবে বিভাগীয় শহরে। কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ২৩ ফেব্রুয়ারি (শুক্রবার), বিজ্ঞান ইউনিটের ১ মার্চ (শুক্রবার), ব্যবসায় শিক্ষার ২৪ ফেব্রুয়ারি (শনিবার) ও চারুকলা ইউনিটের (সাধারন জ্ঞান ও অংকন) ৯ মার্চ (শনিবার) অনুষ্ঠিত হবে। প্রতিটি পরীক্ষা বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত নেওয়া হবে।
বুয়েট
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন আগামী ২৫ জানুয়ারি শুরু হবে, চলবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। এবারও ভর্তি ফি আগের মতোই রাখা হয়েছে। গত বুধবার বুয়েটের একাডেমিক কাউন্সিলের সভায় ভর্তি পরীক্ষার তারিখ, আবেদন ফি ও অন্যান্য বিষয় চূড়ান্ত করা হয়।
প্রিলিমিনারিতে উত্তীর্ণদের নিয়ে বুয়েট ক্যাম্পাসে চূড়ান্ত পরীক্ষা হবে ৯ মার্চ। ‘ক’ গ্রুপের আবেদন ফি এক হাজার টাকা। আর ‘খ’ গ্রুপের ভর্তি আবেদন ফি এক হাজার ২০০ টাকা। প্রথম ধাপে ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে প্রাক-নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণদের নিয়ে বুয়েট ক্যাম্পাসে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে প্রশ্নের মানের ২৫ শতাংশ কাটা হবে।
মেডিকেল
২০২৩-২৪ শিক্ষাবর্ষে দেশের মেডিকেল কলেজগুলোয় এমবিবিএস ভর্তিতে বিদেশি শিক্ষার্থীদের আবেদন গত ৪ জানুয়ারি থেকে শুরু হয়েছে। চলবে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। সরকারি মেডিকেল কলেজগুলোয় বিদেশি শিক্ষার্থীদের জন্য ২২১টি আসন সংরক্ষিত (কোটা) রাখা হয়েছে। আর ৬৬টি বেসরকারি মেডিকেল কলেজের ৪৫ শতাংশ হিসেবে দু’হাজার ৫৫১টি আসন সংরক্ষণ করা রয়েছে বিদেশিদের জন্য।
আর মেডিকেলে দেশি ছাত্র-ছাত্রীদের ১১ জানুয়ারি থেকে অনলাইনে আবেদন শুরু হবে। আবেদনের শেষ তারিখ ২৩ জানুয়ারি। ফি জমা দেওয়া যাবে ২৪ জানুয়ারি পর্যন্ত। রোল নম্বর ও সিট বণ্টন সম্পন্ন হবে ২৬ জানুয়ারির মধ্যে। ৫ ফেব্রুয়রির মধ্যে প্রবেশপত্র বিতরণ করা হবে।
৮ ফেব্রুয়ারি আসনবণ্টন প্রকাশ করা হবে। ৯ ফেব্রুয়ারি নেওয়া হবে ভর্তি পরীক্ষা। যারা দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন, তাদের ১০ নম্বর কাটা যাবে। বিভিন্ন বিভাগের ১৯টি কেন্দ্রে ভর্তি পরীক্ষায় হয়েছিল গত বছর। এবারও তা থাকতে পারে বলে জানা গেছে।
এবার ৩৭টি সরকারি মেডিকেল কলেজে এক হাজার ৩০টি আসন বাড়ানো হয়েছে। সরকারি মেডিকেলে ৫ হাজার ৩৮০ জন ভর্তি হতে পারবেন। অনুমোদিত ৬৬টি বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি হতে পারবেন ৬ হাজার ৩৪৮ জন। ভর্তি পরীক্ষায় ন্যূনতম নম্বর (পাস নম্বর) ৪০।
ডেন্টাল
সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজের ভর্তি বিজ্ঞপ্তি আজ ১৪ জানুয়ারি প্রকাশ করা হবে। ১৫ জানুয়ারি থেকে আবেদন শুরু হবে। গত রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার তারিখ ও আবেদনের সময় চূড়ান্ত করা হয়েছে। সভায় উপস্থিত একাধিক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
আবেদন চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। ৪ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ফি জমা দেওয়া যাবে। শিক্ষার্থীদের রোল নম্বর, সিট প্ল্যান তৈরি, টেলিটকে সিট প্ল্যান পাঠানো, প্রবেশপত্র তৈরি ও অন্যান্য অফিসিয়াল কার্যক্রম ৫ ফেব্রুয়ারি থেকে ২৪ ফেব্রুয়ারির মধ্যে শেষ হবে। প্রবেশপত্র বিতরণ শুরু হবে ২৫ ফেব্রুয়ারি থেকে, চলবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। হাজিরা শিট ডাউনলোড করা যাবে ২৮ ও ২৯ ফেব্রুয়ারি। আর ৮ মার্চ ভর্তি পরীক্ষা হবে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার আবেদন গত ২৪ ডিসেম্বর শুরু হয়ে শেষ হয়েছে ১১ জানুয়ারি। এবার সেকেন্ড টাইম রাখা হয়েছে। ছয় বিভাগীয় শহর ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর, বরিশাল, সিলেট এবং পাবনা জেলার কেন্দ্রে ভর্তি পরীক্ষা হবে বিশ্ববিদ্যালয়টির।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের (বিএসএমআরএএইউ) ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এবার চারটি প্রোগ্রামে ৩০ জন করে ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে। অনলাইনে (http://bsmraau.teletalk.com.bd) আবেদনপত্র পূরণ ও জমাদান শুরু হয়েছে গত সোমবার (১ জানুয়ারি)। শেষ হবে আগামী ৭ ফেব্রুয়ারি (বুধবার) রাত ১২টায়।
টেলিটক সিমের মাধ্যমে সার্ভিস চার্জ ২০০ টাকা (এসএমএস চার্জ ব্যতীত) দেওয়ার শেষ তারিখ ৯ ফেব্রুয়ারি (শুক্রবার) রাত ১২টা। ওয়েবসাইটে (www.bsmraau.edu.bd) যোগ্য প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হবে ১৪ ফেব্রুয়ারি। ভর্তি পরীক্ষার ফি এবং প্রবেশপত্র ডাউনলোড/উত্তোলনের জন্য ৫৫০ টাকা (এসএমএস চার্জ প্রযোজ্য) প্রেরণের তারিখ ও সময় ১৬ ফেব্রুয়ারি (শুক্রবার) দুপুর ১২টা থেকে ২৫ ফেব্রুয়ারি (রবিবার) রাত ১২টা পর্যন্ত।
অনলাইনে (http://bsmraau.teletalk.com.bd) প্রবেশপত্র ডাউনলোড/উত্তোলন ২৮ ফেব্রুয়ারি (বুধবার) থেকে ৮ মার্চ (শুক্রবার) ১২টা পর্যন্ত। আগামী ৮ মার্চ (শুক্রবার) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আরো পড়ুন: গুচ্ছ ভর্তি নিয়ে ৩৪ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে আজ বসছে ইউজিসি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভর্তি পরীক্ষা আগামী ২ থেকে ১৬ মার্চের মধ্যে অনুষ্ঠিত হবে। আবেদন ৪ জানুয়ারি দুপুর ১২টায় শুরু হয়েছে। চলবে ১৮ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এবার ফি বাড়িয়ে ১ হাজার টাকা করা হয়েছে। ২ মার্চ ‘এ’ ইউনিটের, ৮ মার্চ ‘বি’ ইউনিটের, ৯ মার্চ ‘সি’ ইউনিটের এবং ১৬ মার্চ ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে।
‘বি-১’ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা ৩ মার্চ ও ‘ডি-১’ উপ-ইউনিটের ৪ মার্চ অনুষ্ঠিত হবে। ‘বি-১’ উপ-ইউনিটের ব্যবহারিক পরীক্ষা হবে ১২, ১৩ ও ১৪ মার্চ এবং ‘ডি-১’ উপ-ইউনিটের ব্যবহারিক ১০ ও ১১ মার্চ হবে। প্রথমবারের মতো চবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে একাধিক বিভাগে। কেন্দ্র হবে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)।
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ভর্তি পরীক্ষা ১৯ ও ২০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এবারও প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে বিইউপির ভর্তি পরীক্ষা নেবে। গত ৪ জানুয়ারি পর্যন্ত ভর্তি পরীক্ষার আবেদন করেছেন শিক্ষার্থীরা। ১৯ জানুয়ারি সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী আর্টস ও সোশ্যাল সায়েন্স অনুষদের ভর্তি পরীক্ষা হবে।
বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নেওয়া হবে সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক অনুষদের ভর্তি পরীক্ষা। পরদিন ২০ জানুয়ারি সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত হবে সায়েন্স ও টেকনোলজি অনুষদের ভর্তি পরীক্ষা। বিজনেস স্টাডিজ অনুষদের ভর্তি পরীক্ষা হবে একই দিন বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
রাজশাহী বিশ্ববিদ্যালয়
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষার জন্য ১৭ জানুয়ারি পর্যন্ত অনলাইনের মাধ্যমে প্রাথমিক আবেদন করা যাবে। ৮ জানুয়ারি দুপুর ১২টা থেকে ১৭ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত প্রাথমিক আবেদন করা যাবে। এইচএসসি/সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতি ইউনিটে সর্বোচ্চ ৭২ হাজার জনসহ কোটায় আবেদনকারীরা রাবি ক্যাম্পাসে ভর্তি পরীক্ষায় অংশ নেবেন।
চূড়ান্ত আবেদনের সময়সীমা প্রথম দফা: ২৬ জানুয়ারি থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত, দ্বিতীয় দফা: ১ ফেব্রুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি, তৃতীয় দফা: ৬ থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত এবং চতুর্থ দফা: ১০ ফেব্রুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। তিন ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা ৫, ৬ ও ৭ মার্চ হবে। রুটিন যথাসময়ে প্রকাশ করা হবে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা আগামী ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। চলবে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ১৪ জানুয়ারি থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। গত ১ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলমের সভাপতিত্বে কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা জানান, ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ২২ থেকে ২৯ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে। ফেব্রুয়ারির ২২, ২৫, ২৭, ২৮ ও ২৯ তারিখে ভিন্ন ভিন্ন ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৪ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।
তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয় গুচ্ছ
প্রকৌশল গুচ্ছের সমন্বিত ভর্তি পরীক্ষা আগামী ৪ মার্চ অনুষ্ঠিত হবে। আবেদনের যোগ্যতা ও সময়সূচি শিগগিরই ঘোষণা করা হবে। তিন বিশ্ববিদ্যালয় হলো—চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)। বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাসে ভর্তি পরীক্ষা নেওয়া হয়।
গত ২১ ডিসেম্বর ভার্চুয়াল প্ল্যাটফর্মে প্রকৌশল গুচ্ছের উপাচার্যদের সমন্বয়ে গঠিত এডমিশন এডভাইজরি কমিটি এবং সেন্ট্রাল এডমিশন কমিটির যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এবারের প্রকৌশল গুচ্ছের ভর্তি পরীক্ষার নেতৃত্ব দেবে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)।
আরো পড়ুন: মেডিকেলে ভর্তি আবেদন অর্ধলাখ ছাড়াল
৩৪ বিশ্ববিদ্যালয়ের দুই গুচ্ছ
২০২৩-২৪ শিক্ষাবর্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর গুচ্ছ ভর্তি পরীক্ষার বিষয়ে আলোচনা করতে সভা ডেকেছে তদারক সংস্থা বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। আজ রোববার ইউজিসি ভবনে এ সভা অনুষ্ঠিত হবে। জানা গেছে, সভায় ভর্তি পরীক্ষা কবে আয়োজন করা হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
এছাড়া নতুন যে তিনটি বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রম শুরু করতে যাচ্ছে, তাদের মধ্যে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়কে কৃষি গুচ্ছে এবং সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুরকে জিএসটি গুচ্ছে অন্তর্ভুক্ত করা নিয়েও সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
এর আগে গত ৪ জানুয়ারি ৩৪ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সভার বিষয়টি জানিয়ে চিঠি পাঠায় ইউজিসি। চিঠিতে বলা হয়েছে, ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীরের সভাপতিত্বে ১৪ জানুয়ারি ইউজিসি ভবনে গুচ্ছ ভর্তি পরীক্ষা সংক্রান্ত একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজ এবং প্রযুক্তি ইউনিট ও গার্হস্থ্য অর্থনীতি ইউনিট
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজ প্রযুক্তি ইউনিট ও গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের আন্ডারগ্রাজুয়েট ভর্তি পরীক্ষা ১০ মে শুরু হবে। গত বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনস্থ অধ্যাপক আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে ঢাবি উপাচার্য ডক্টর এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ঢাবি অধিভুক্ত ও উপাদনকল্প সরকারি সাত কলেজ প্রযুক্তি ইউনিট ও গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে আন্ডার গ্রাজুয়েট অনলাইন ভর্তির আবেদন আগামি ২১ মার্চ থেকে শুরু হয়ে ২৫ এপ্রিল শেষ হবে। কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা আগামী ১০ মে (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ব্যবসায় ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১১ মে (শনিবার) অনুষ্ঠিত হবে এবং বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১৭ মে (শুক্রবার) অনুষ্ঠিত হবে।
এছাড়াও, সরকারি সাত কলেজের প্রযুক্তি ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১৮ মে শনিবার অনুষ্ঠিত হবে। গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ২৫ মে শনিবার অনুষ্ঠিত হবে। সব ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল ১১ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হবে।
আর্মড ফোর্সেস ও ৫ আর্মি মেডিকেল
আগামী ১৬ ফেব্রুয়ারি (শুক্রবার) বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত একটি সরকারি ‘আর্মড ফোর্সেস মেডিকেল’ কলেজ ও ৫টি বেসরকারি আর্মি মেডিকেল কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওইদিন ঢাকা সেনানিবাসসহ দেশের ছয়টি সেনানিবাসে সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী এ পরীক্ষা হবে।
এর আগে আজ রোববার (১৪ জানুয়ারি) থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত ভর্তি পরীক্ষার আবেদন অনলাইনে গ্রহণ করা হবে। এবার ভর্তি আবেদন ফি ধরা হয়েছে এক হাজার টাকা। এসব মেডিকেল কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি জানুয়ারি মাসের মাঝামাঝি প্রকাশ করা হবে। ক্লাস শুরু হবে মার্চে। এ সংক্রান্ত সভা করে দ্রুত বিস্তারিত সময়সূচি প্রকাশ করা হবে। এবারও জিপিএ নম্বরের ওপর ভিত্তি করে শিক্ষার্থী ভর্তি করা হবে জানা গেছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মশিউর রহমান বলেছেন, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির বিষয়ে প্রাথমিক কিছু সিদ্ধান্ত হয়েছে। জানুয়ারির মাঝামাঝি আবেদন শুরু হবে। ফেব্রুয়ারির মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করা হবে। মার্চের প্রথমদিকেই শুরু হবে প্রথম বর্ষের ক্লাস।