চবির ভর্তি পরীক্ষায় ঢাবি ও রাবি কেন্দ্র বাছাই কীভাবে, জানাল কর্তৃপক্ষ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৩-২৪ প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষায় অনলাইনে আবেদনের সময় ‘বিভাগীয় শহর’ অপশন নির্বাচন সংক্রান্ত সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু আবেদনকারী ও সংশ্লিষ্ট সবার অবগতির জন্য আদেশক্রমে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা চট্টগ্রাম (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও অন্যান্য নিকটস্থ কেন্দ্র), ঢাকা (ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস) এবং রাজশাহী বিভাগীয় শহরে (রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস) একই সময় ও তারিখে অনুষ্ঠিত হবে।
তবে বি-১ ও ডি-১ উপ-ইউনিটের পরীক্ষা শুধুমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। কোনও আবেদনকারী কোনও বিভাগীয় শহরে পরীক্ষা দিতে ইচ্ছুক; আবেদন করার সময় ১ম, ২য় ও ৩য় পছন্দের অপশন সঠিকভাবে নির্বাচন করতে হবে।
আরো পড়ুন: গুচ্ছ ভর্তি নিয়ে ৩৪ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে আজ বসছে ইউজিসি
এতে আরও বলা হয়েছে, ইতোমধ্যে বিভিন্ন দৈনিক পত্রিকায় ও চবি ভর্তির ওয়েবসাইটে প্রচারিত ‘২০২৩-২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি’, ‘অনলাইনে আবেদন প্রক্রিয়া’ এবং 'ভর্তি নির্দেশিকা’সহ সব ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে। এ সংক্রান্ত অন্যান্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে।
এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে। বিস্তারিত তথ্যা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তির ওয়েবসাইটে (https://admission.cu.ac.bd) পাওয়া যাবে। বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) এবং ভর্তি কমিটির সচিব এস.এম. আকবর হোছাইনের স্বাক্ষরে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।