বুয়েটের কোন বিভাগে কত আসন?
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন আগামী ২৫ জানুয়ারি থেকে শুরু হবে। যা চলবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রাথমিক ভর্তি পরীক্ষা হবে ২৪ ফেব্রুয়ারি। আর চূড়ান্ত পরীক্ষা ৯ মার্চ অনুষ্ঠিত হবে। এই শিক্ষাবর্ষে বুয়েটে মোট ১ হাজার ৩০৫ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন।
বুয়েটের একটি সূত্র জানিয়েছে, কেমিক্যাল এন্ড ম্যাটেরিয়ালস কৌশল, পুরকৌশল, যন্ত্রকৌশল, তড়িৎ ও ইলেক্ট্রনিক কৌশল অনুষদসমূহে ৪ বছর মেয়াদী প্রকৌশল-এ স্নাতক ডিগ্রী, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগে ৪ বছর মেয়াদী স্নাতক ডিগ্রী এবং স্থাপত্য বিভাগে ৫ বছর মেয়াদী স্নাতক ডিগ্রীর জন্য সর্বমোট আসন আসন রয়েছে ১ হাজার ৩০৫টি।
এর মধ্যে কেমিকৌশল বিভাগে ১২০টি, বস্তু ও ধাতব কৌশল বিভাগে ৬০টি ন্যানোম্যাটেরিয়ালস এন্ড সিরামিক কৌশল বিভাগে ৩০টি, পুরকৌশল বিভাগে ১৯৫টি, পানি সম্পদ কৌশল বিভাগে ৩০টি, যন্ত্রকৌশল বিভাগে ১৮০টি, নৌযান ও নৌযন্ত্র কৌশল বিভাগে ৫৫, ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন কৌশল বিভাগে ১২০, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগে ১৯৫, কম্পিউটার সায়েন্স এন্ড কৌশল বিভাগে ১৮০, বায়োমেডিকেল কৌশল বিভাগে ৫০, স্থাপত্য বিভাগে ৬০ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগে ৩০টি আসন রয়েছে।
ভর্তির জন্য নির্ধারিত মোট ১৩০৫ টি আসনের অতিরিক্ত বাংলাদেশের ক্ষু নৃ-গোষ্ঠীভুক্ত প্রার্থীদের জন্য পৃথকভাবে প্রস্তুতকৃত মেধা তালিকা হতে প্রকৌশল বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য মোট ৩টি (কোন বিভাগে ১টি আসনের বেশী নয়) এবং স্থাপত্য বিভাগের জন্য ১টি সহ সর্বমোট ৪ টি আসন সংরক্ষিত থাকবে।