১২ জানুয়ারি ২০২৪, ২৩:৩১

আইইউটির ভর্তি পরীক্ষা ২২ মার্চ

  © ফাইল ছবি

আগামী ২২ মার্চ গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতকে ভর্তির পরীক্ষা অনুষ্ঠিত হবে। শুক্রবার (১২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের জন্য ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির ভর্তি পরীক্ষা আগামী ২২ মার্চ  অনুষ্ঠিত হবে। ভর্তির সংক্রান্ত বিজ্ঞপ্তি শিগগিরই জানানো হবে বলে এতে জানানো হয়।

গেল বছরের ভর্তি বিজ্ঞপ্তি অনুসারে, বিশ্ববিদ্যালয়টিতে মোট ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরমধ্যে থাকবে গণিত-৩৫, পদার্থ-৩৫, রসায়ন-১৫, ইংরেজি-১৫ নম্বর। সময় দেয়া হবে দুই ঘণ্টা। প্রশ্ন হবে ইংরেজিতে। 

প্রতি প্রশ্নের মান ১। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ করে নেগেটিভ মার্কিং হবে। পরীক্ষায় কোন পাশ মার্কস নেই। প্রশ্নপত্র সম্পূর্ণ ইংরেজিতে করা হবে। পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।

বিভাগ ও আসন
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই)- ১২০, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং (সিডব্লিউিই)– ৬০, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই)– ১৮০, মেকানিক্যাল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (এমপিই), মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (এমই)- ১২০টি আসন।

এছাড়া ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই)– ৬০, সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং (সিইই)– ১২০, বিবিএ ইন টেকনোলজি ম্যানেজমেন্ট (বিটিএম)- ৬০টি। গেল বছরের তথ্য অনুযায়ী মোট আসন সংখ্যা ৭২২টি।

আইইউটি বাংলাদেশের একটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়। যা সরাসারি ইসলামী সহযোগী সংস্থা (ওআইসি) দ্বারা নিয়ন্ত্রিত হয়। এখানে বাংলাদেশ আর ওআইসিভুক্ত দেশগুলোর শিক্ষার্থীরা পড়াশোনার সুযোগ পায়। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে গাজীপুরের বোর্ড বাজারে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়। এখানে রয়েছে ৫টি বিভাগে ৭২২ আসন।