রাবির ‘বি’ ইউনিটের বাণিজ্য শাখায় কমেছে ৩৫ আসন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ‘বি’ ইউনিটে ৫টি আসন কমানো হয়েছে। পাশাপাশি এই ইউনিটের বাণিজ্য শাখায় ৩৫টি আসন সংখ্যা কমানো হয়েছে ও বিজ্ঞান শাখায় ৩২টি আসন বাড়ানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা গেছে।
এ বছর ‘বি’ ইউনিটের মোট আসন সংখ্যা ৫১৫টি; যা গতবছর ছিল ৫২০টি। অর্থাৎ এ বছর 'বি' ইউনিটে ৫টি আসন কমানো হয়েছে। পাশাপাশি এই ইউনিটের বাণিজ্য শাখায় ৩৫টি ও মানবিক শাখায় ২টি আসন সংখ্যা কমানো হয়েছে। অন্যদিকে বিজ্ঞান শাখায় ৩২টি আসন সংখ্যা বাড়ানো হয়েছে।
আরও পড়ুুন: ঢাবিতে ভর্তি আবেদন: হটলাইনে সমস্যার সমাধান না হলে যা করবেন
এ বছর 'বি' ইউনিটের বাণিজ্য শাখায় মোট আসন সংখ্যা রয়েছে ৩৪৫টি; যা গতবছর ছিল ৩৮০টি, বিজ্ঞান শাখার আসন সংখ্যা ১৫০টি; যা গতবছর ছিল ১১৮টি এবং মানবিক শাখার আসন সংখ্যা ২০টি; যা গতবছর ছিল ২২টি আসন।
এছাড়া এ বছর ‘বি’ ইউনিটের অবাণিজ্য (বিজ্ঞান ও মানবিক) শাখায় আইসিটি থেকে ১৫ মার্কের উপর প্রশ্ন করা হবে; যা গতবছর ছিল না। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এ বছর অ-বাণিজ্য গ্রুপে বাংলায় ১৫ মার্কের উপর পরীক্ষা নেওয়া হবে; যা গতবছর ৩০ মার্কের উপর করা হয়েছিল। ইংরেজিতে গতবছর ৩৫ মার্কের উপর প্রশ্ন করা হলেও এ বছর তা করা হবে ২৫ মার্কে। সাধারণ জ্ঞানের উপর ৪৫ মার্কের উপর প্রশ্ন করা হবে; যা গতবছর ৩৫ মার্কের উপর করা হয়েছিল। পাশাপাশি আইসিটির উপর ১৫ মার্কের প্রশ্ন করা হবে।