মেডিকেল ভর্তির টেস্ট পরীক্ষার আয়োজন করেছে রেটিনা, থাকছে ৭ লাখ টাকার পুরস্কার
মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন সংবলিত প্রতিযোগিতামূলক পরীক্ষা আয়োজন করেছে মেডিকেল ভর্তি মিডিয়া রেটিনা। পরীক্ষায় প্রথম ১০০০ জনের জন্য থাকছে ৭ লাখ টাকার আকর্ষণীয় পুরস্কার ও শিক্ষাবৃত্তি। সম্প্রতি তারা “রেটিনা ডক্টর’স হান্ট’২৪” নামের এ আয়োজনের ঘোষণা দেয়।
তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে এ পরীক্ষা সম্পর্কে বলেন, ‘প্রতি বছর কিছু শিক্ষার্থী ভালো প্রস্তুতি সত্ত্বেও কিছু ভুলে পরীক্ষায় খারাপ করে ফেলে। এ পরীক্ষা কমন ভুলগুলো কাটিয়ে উঠে তোমাকে টাইম ম্যানেজমেন্ট, প্রেশার ম্যানেজমেন্ট, দেশের বিভিন্ন প্রান্তের অসংখ্য মেধাবী শিক্ষার্থীদের মধ্যে নিজেকে যাচাই এবং নিজের দুর্বলতা গুলো খুঁজে বের করা শেখাবে।’
যারা পরীক্ষা দিতে পারবে: ২০২৩ সালের এইচএসসি/আলিম পরীক্ষার্থীরা এবং সেকেন্ড টাইমার্স (বাংলা ও ইংরেজি মাধ্যম)
পরীক্ষার সিলেবাস: মেডিকেল ভর্তি পরীক্ষার অনুরূপ
প্রশ্নের ধরণ: মেডিকেল স্ট্যান্ডার্ড
রেজিস্ট্রেশন ফি: ফ্রি
রেজিস্ট্রেশন মাধ্যম:
অনলাইনে গুগল ফর্মের মাধ্যমে https://forms.gle/NM1svXVLCzgbugna9
বা সরাসরি রেটিনার নিকটস্থ ব্রাঞ্চে।
অংশগ্রহণ করলেই থাকছে:
১. স্পেশাল মাইক্রোসাজেশন
২. মডেল টেস্ট প্রশ্ন (৫ সেট)
পরীক্ষার তারিখ:
৩ জানুয়ারি, ২০২৪
বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।