২৯ ডিসেম্বর ২০২৩, ০৯:৪১

আরও দুই বিজ্ঞপ্তি প্রকাশ, বিভাগ ও জেলায় যেসব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা  © ফাইল ছবি

২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে আরও একটি বিশ্ববিদ্যালয়। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের (বিএসএমআরএএইউ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৮ মার্চ। এর আগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও মেডিকেল ভর্তি পরীক্ষার তারিখ জানানো হয়েছে।

এবার ঢাকা ও চট্টগ্রামসহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হবে বিভাগীয় শহরের কেন্দ্রে। একটির জেলা শহরেও হবে। বাকিগুলোর হবে নিজ নিজ ক্যাম্পাসে। তবে এখনও একাধিক গুচ্ছসহ কয়েকটির আবেদনের তারিখ ঘোষণা করা হয়নি।

ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অনলাইনের ভর্তি আবেদন গত ১৮ ডিসেম্বর (সোমবার) শুরু হয়েছে। আগামী ৫ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিটে এ কার্যক্রম শেষ হবে। বিজ্ঞপ্তিসহ বিস্তারিত শর্ত প্রকাশ করেছে ওয়েবসাইটে। গত বছরের মতো ভর্তি পরীক্ষা হবে বিভাগীয় শহরে। এবারও জাতীয় পর্যায়ের খেলোয়ার কোটায় শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে।

কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ২৩ ফেব্রুয়ারি (শুক্রবার), বিজ্ঞান ইউনিট ১ মার্চ (শুক্রবার), ব্যবসায় শিক্ষা ২৪ ফেব্রুয়ারি (শনিবার) ও চারুকলা ইউনিট (সাধারন জ্ঞান ও অংকন) ৯ মার্চ (শনিবার) অনুষ্ঠিত হবে। প্রতিটি পরীক্ষা বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে।

বুয়েট

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৪ ফেব্রুয়ারি শুরুর কথা জানানো হয়েছে। ভর্তি কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. জীবন পোদ্দার এ তথ্য নিশ্চিত করেন। আগামী ১৬ মার্চ হবে লিখিত পরীক্ষা। এর আগে একাডেমিক কাউন্সিলে অনুমোদন হতে হবে তারিখ।

দু'ধাপে বুয়েটের ভর্তি পরীক্ষা নিজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে প্রাক-নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। এমসিকিউ উত্তীর্ণদের নিয়ে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ক্যাম্পাসে। প্রাক-নির্বাচনী পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকবে। প্রতিটি ভুল উত্তরের জন্য দশমিক ২৫ শতাংশ কাটা হবে।

মেডিকেল

সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার জন্য বিদেশি শিক্ষার্থীরা আগামী ৪ জানুয়ারি থেকে আবেদন করতে পারবেন। দেশি ছাত্র-ছাত্রীরা ১১ জানুয়ারি থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনের শেষ তারিখ ২৩ জানুয়ারি। ফি জমা দেওয়া যাবে ২৪ জানুয়ারি পর্যন্ত।

রোল নম্বর ও সিট প্রদান ২৬ জানুয়ারির মধ্যে হবে। প্রবেশপত্র বিতরণ ৫ ফেব্রুয়রির মধ্যে। ৮ ফেব্রুয়ারি আসন প্রদান করা হবে। ৯ ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষা হবে। এবার যারা দ্বিতীয়বার অংশগ্রহণ করবেন, তাদের ১০ নম্বর কাটা যাবে। দেশের বিভিন্ন বিভাগের ১৯টি কেন্দ্রে ভর্তি পরীক্ষায় হয় গত বছর। এবারও তাই থাকবে বলে ধারণা করা হচ্ছে।

৩৭টি সরকারি মেডিকেল কলেজে এক হাজার ৩০টি আসন বাড়ানো হয়েছে। ফলে সরকারি মেডিকেল কলেজে ৫ হাজার ৩৮০ জন শিক্ষার্থী ভর্তি হতে পারবেন। অনুমোদিত ৬৬টি বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি হতে পারবেন ৬ হাজার ৩৪৮ জন। ভর্তি পরীক্ষায় ন্যূনতম নম্বর (পাস নম্বর) এবারও ৪০ রাখা হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার আবেদন গত রোববার (২৪ ডিসেম্বর) শুরু হয়েছে। চলবে ১১ জানুয়ারি পর্যন্ত। মেরিটাইম গভর্ন্যান্স এন্ড পলিসি, শিপিং অ্যাডমিনিস্ট্রেশন, আর্থ এন্ড ওশান সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদে শিক্ষার্থী ভর্তি করা হবে। এবার সেকেন্ড টাইম রাখা হয়েছে। ছয় বিভাগীয় শহর ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর, বরিশাল, সিলেট এবং পাবনা জেলার কেন্দ্রে ভর্তি পরীক্ষা হবে বিশ্ববিদ্যালয়টির।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের (বিএসএমআরএএইউ) ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এবার চারটি প্রোগ্রামে ৩০ জন করে ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে। অনলাইনে (http://bsmraau.teletalk.com.bd) আবেদনপত্র পূরণ ও জমাদান আরম্ভ ১ জানুয়ারি (সোমবার) দুপুর ১২টা। শেষ হবে ৭ ফেব্রুয়ারি (বুধবার) রাত ১২টা।

টেলিটক সিমের মাধ্যমে সার্ভিস চার্জ ২০০ টাকা (এসএমএস চার্জ ব্যতীত) প্রদানের শেষ তারিখ ও সময় ৯ ফেব্রুয়ারি (শুক্রবার) রাত ১২টা। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.bsmraau.edu.bd) যোগ্য প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হবে ১৪ ফেব্রুয়ারি (বুধবার)। যোগ্যদের ভর্তি পরীক্ষার ফি এবং প্রবেশপত্র ডাউনলোড/উত্তোলনের জন্য ৫৫০ টাকা (এসএমএস চার্জ প্রযোজ্য) টেলিটকের মাধ্যমে প্রেরণের তারিখ ও সময় ১৬ ফেব্রুয়ারি (শুক্রবার) দুপুর ১২টা থেকে ২৫ ফেব্রুয়ারি (রবিবার) রাত ১২টা পর্যন্ত।

অনলাইনে (http://bsmraau.teletalk.com.bd) প্রবেশপত্র ডাউনলোড/উত্তোলন ২৮ ফেব্রুয়ারি (বুধবার) দুপুর ১২টা থেকে ৮ মার্চ (শুক্রবার) ১২টা পর্যন্ত। আগামী ৮ মার্চ (শুক্রবার) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

আরো পড়ুন: ঢাবির আইবিএ ভর্তি পরীক্ষা ১০ ফেব্রুয়ারি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভর্তি পরীক্ষা আগামী ২ থেকে ১৬ মার্চের মধ্যে অনুষ্ঠিত হবে। এরমধ্যে ২ মার্চ ‘এ’ ইউনিটের, ৮ মার্চ ‘বি’ ইউনিটের, ৯ মার্চ ‘সি’ ইউনিটের এবং ১৬ মার্চ ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে। প্রথমবারের মতো চবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে একাধিক বিভাগে। তা হলো- ঢাকা ও রাজশাহী বিভাগ। কেন্দ্র হবে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)।

ভর্তি পরীক্ষার আবেদন ৪ জানুয়ারি দুপুর ১২টা থেকে শুরু হবে। চলবে ১৮ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আবেদন ফি বাড়িয়ে ১ হাজার টাকা করা হয়েছে। ‘বি-১’ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা ৩ মার্চ ও ‘ডি-১’ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা ৪ মার্চ অনুষ্ঠিত হবে। ‘বি-১’ উপ-ইউনিটের ব্যবহারিক পরীক্ষা হবে ১২, ১৩ ও ১৪ মার্চ এবং ‘ডি-১’ উপ-ইউনিটের ব্যবহারিক ১০ ও ১১ মার্চ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ভর্তি পরীক্ষা আগামী ১৯ ও ২০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এবারও প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে বিইউপির ভর্তি পরীক্ষা হবে। আগামী ৪ জানুয়ারি পর্যন্ত অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা।

আগামী ১৯ জানুয়ারি সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী আর্টস ও সোশ্যাল সায়েন্স অনুষদের ভর্তি পরীক্ষা হবে। এদিন বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক অনুষদের ভর্তি পরীক্ষা হবে। পরদিন ২০ জানুয়ারি সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত হবে সায়েন্স ও টেকনোলজি অনুষদের ভর্তি পরীক্ষা। একই দিন বিজনেস স্টাডিজ অনুষদের ভর্তি পরীক্ষা হবে বেলা তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত।

রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত ভর্তিচ্ছু শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে প্রাথমিক আবেদন করতে পারবেন। আগামী ৮ জানুয়ারি দুপুর ১২টা থেকে ১৭ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত প্রাথমিক আবেদন করা যাবে। আবেদনকারীদের মধ্য থেকে এইচএসসি/সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতি ইউনিটে সর্বোচ্চ ৭২ হাজার জনসহ বিভিন্ন কোটার আবেদনকারীরা রাবি ক্যাম্পাসে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে।

চূড়ান্ত আবেদনের সময়সীমা প্রথম দফা: ২৬ জানুয়ারি থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত, দ্বিতীয় দফা: ১ ফেব্রুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত, তৃতীয় দফা: ৬ ফেব্রুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত ও চতুর্থ দফা: ১০ ফেব্রুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। এবারও তিন ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আবেদনকারীকে সংশ্লিষ্ট ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ভর্তি পরীক্ষা ৫, ৬ ও ৭ মার্চ হবে। রুটিন যথাসময়ে প্রকাশিত হবে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভর্তি পরীক্ষা আগামী বছরের মার্চ মাসে অনুষ্ঠিত হতে পারে। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নুরুল আলম এ তথ্য জানিয়েছেন।

উপাচার্য বলেন, ২০২১-২২ সেশনের চেয়ে এ বছর (২০২২-২৩ সেশনে) প্রায় দুই মাস আগেই ভর্তি পরীক্ষা ও ক্লাস শুরুর কার্যক্রম সম্পন্ন হয়েছে। তারই ধারাবাহিকতায় ২০২৩-২৪ সেশনের (৫৩ ব্যাচ) ভর্তি পরীক্ষা গতবারের চেয়ে তিন মাস আগে সম্পন্ন করার কথা ভাবা হচ্ছে। সিন্ডিকেট সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।

তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয় গুচ্ছ

প্রকৌশল গুচ্ছের তিন বিশ্ববিদ্যালয়—চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এর সমন্বিত ভর্তি পরীক্ষা আগামী ৪ মার্চ অনুষ্ঠিত হবে। ভর্তি আবেদনের যোগ্যতা ও সময়সূচি শিগগিরই ঘোষণা করা হবে। এ বিশ্ববিদ্যালয়গেলোর ক্যাম্পাসে ভর্তি পরীক্ষা নেওয়া হয়।

গত ২১ ডিসেম্বর সন্ধ্যায় ভার্চুয়াল প্ল্যাটফর্মে প্রকৌশল গুচ্ছের ভাইস চ্যান্সেলরদের সমন্বয়ে গঠিত এডমিশন এডভাইজরি কমিটি এবং সেন্ট্রাল এডমিশন কমিটির যৌথ সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এবারের প্রকৌশল গুচ্ছের ভর্তি পরীক্ষার নেতৃত্ব দিচ্ছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)।

২২ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ

২২ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে এখনো আলোচনা হয়নি। ইউজিসির চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর জানিয়েছেন, একক ভর্তি পরীক্ষা না হলেও গত বছরের মতো আসন্ন শিক্ষাবর্ষেও গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হবে। বিশ্ববিদ্যালয়গেলোর নিজ নিজ ক্যাম্পাসে ভর্তি পরীক্ষা নেওয়া হয়।

গুচ্ছ ভর্তি কবে আয়োজন করা হবে তা এখনো আলোচনা হয়নি। তবে আগামী মার্চের শেষ দিকে অথবা এপ্রিল মাসের শুরুতে পরীক্ষা আয়োজন করা হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এ গুচ্ছের ভর্তি পরীক্ষাও নিজ নিজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।

৮ কৃষি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ

২০২৩-২৪ শিক্ষাবর্ষে কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা গুচ্ছে না নেওয়ার পক্ষে শিক্ষকদের বড় অংশ। যদিও এ বিষয়ে এখনো কোনও সিদ্ধান্ত নেয়নি কর্তৃপক্ষ। শিগগিরই সভা করে সিদ্ধান্ত নেওয়া হবে। এবার গুচ্ছ ভর্তি পরীক্ষা নেওয়ার দায়িত্ব সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের।

ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে আগামী বছরের জানুয়ারি মাসের মাঝামাঝি সভা হওয়ার কথা রয়েছে। সে সভায় ভর্তি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত আসতে পারে। ২২ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছসহ অন্যান্য ভর্তি পরীক্ষা বিবেচনায় নিয়ে সাত কলেজের বিষয়ে সিদ্ধান্ত আসবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় অনলাইন ভর্তি পরীক্ষা কমিটির আহবায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, সাত কলেজের বিষয়ে জানুয়ারির ১১, ১২ কিংবা ১৫ তারিখের দিকে একটি সভা হতে পারে। সে সময় সবকিছু চূড়ান্ত হবে। এসব কলেজের পরীক্ষা ঢাকার বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি আগামী বছরের জানুয়ারির মাঝামাঝি প্রকাশ করা হবে। ক্লাস শুরু হবে মার্চে। এ সংক্রান্ত সভা করে দ্রুত বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। এবারও জিপিএ নম্বরের ওপর ভিত্তি করে শিক্ষার্থী ভর্তি করা হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মশিউর রহমান বলেন, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির বিষয়ে প্রাথমিক কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানুয়ারির মাঝামাঝি আবেদন শুরু হবে। এ সংক্রান্ত তথ্য দেওয়া হবে ওয়েবসাইটে। ফেব্রুয়ারির মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করা হবে। এরপর মার্চের প্রথমদিকেই শুরু হবে প্রথম বর্ষের ক্লাস।