মেরিটাইম ইউনিভার্সিটির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৪ ডিসেম্বর

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতকে ভর্তির পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সম্প্রতি ‍বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে বিভিন্ন অনুষদে ভর্তি পরীক্ষার জন্য তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২ ও ৩ ফেব্রুয়ারি। যার আবেদন শুরু হবে ২৪ ডিসেম্বর এবং শেষ হবে ১১ জানুয়ারি। পরীক্ষায় প্রথমবারের মতো নেগেটিভ মার্কিং ও কোটা রাখা হয়েছে। পরীক্ষা অনুষ্ঠিত হবে শুধুমাত্র নৈর্ব্যত্তিক পদ্ধতিতে।

বিশ্ববিদ্যালয়ের ৪ টি অনুষদের অধীনে ৫টি বিভাগে মোট ২০০ আসনের জন্য এই ভর্তি পরীক্ষা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আগ্রহীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৮০০ টাকা।

এতে আরও বলা হয়েছে, ২০২০ অথবা ২০২১ সালে মাধ্যমিক/সমমানের পরীক্ষায় এবং ২০২২ অথবা ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে কেবল সে সকল শিক্ষার্থী নির্ধারিত ফরমে অনলাইনে আবেদন করতে পারবেন। 

আবেদনের যোগ্যতা ও পরীক্ষার বিষয়:

১.ফ্যাকাল্টি অব আর্থ এন্ড ওশান সায়েন্স-
—বিএসসি (অনার্স) ইন ওশানোগ্রাফি
—বিএসসি (অনার্স) ইন মেরিন ফিশারিজ
(ক) বিজ্ঞান শাখা হতে উচ্চ মাধ্যমিক/সমমানের এবং মাধ্যমিক/সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৪.০০ সহ উত্তীর্ণ হতে হবে। 
খ) উচ্চ মাধ্যমিক/সমমানের পরীক্ষার গণিত, ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন এবং জীববিজ্ঞান এ পাঁচ (০৫) টি বিষয়ের মধ্যে যেকোনো দুটি বিষয়ে ‘এ’ গ্রেড এবং অন্যান্য সকল বিষয়ে ‘বি’ গ্রেড থাকতে হবে।
(গ) ইংরেজি মাধ্যম এর শিক্ষার্থীদের ক্ষেত্রে-O-Level এ গণিতসহ ন্যূনতম পাঁচ (০৫) টি বিষয়ে কৃতকার্য হতে হবে। দুই (০২) এর অধিক বিষয়ে "সি" গ্রেড আবেদনকারীর অযোগ্যতা হিসেবে গণ্য হবে। A-Level এ গণিত, জীববিজ্ঞান এবং পদার্থবিজ্ঞানসহ ন্যূনতম তিন (০৩) টি বিষয়ে কৃতকার্য হতে হবে। একের অধিক "সি" গ্রেড আবেদনকারীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

গণিত, ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন এবং জীববিজ্ঞান এই ৫ বিষয়ে যথাক্রমে ২০ নম্বর করে মোট ১০০ নম্বরে নৈর্ব্যত্তিক পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে। এসএসসি জিপিএ ৫০ এবং এইচএসসি জিপিএ ৫০। সময় ১ ঘণ্টা ৩০ মিনিট। উল্লেখ্য,শুধুমাত্র Non Programmable ক্যালকুলেটর ব্যবহার করা যাবে ( তালিকা পরবর্তীতে ওয়েবসাইটে প্রকাশ করা হবে)।

২. ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি- 
—বিএসসি ইন নেভাল আর্কিটেকচার এন্ড অফশোর ইঞ্জিনিয়ারিং।
(ক) বিজ্ঞান শাখা হতে উচ্চ মাধ্যমিক/সমমানের এবং মাধ্যমিক/সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৪.০০ সহ উত্তীর্ণ হতে হবে। 
(খ) উচ্চ মাধ্যমিক/সমমানের পরীক্ষার ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন এবং গণিত এ চারটি বিষয়ের মধ্যে যেকোন ২টিতে "এ" গ্রেড থাকতে হবে। হবে। অন্যান্য সকল বিষয়ে ন্যূনতম "বি" গ্রেড থাকতে হবে।
(খ) ইংরেজি মাধ্যম এর শিক্ষার্থীদের ক্ষেত্রে-O-Level এ গণিত, পদার্থ, রসায়নসহ ন্যূনতম পাঁচ (০৫) টি বিষয়ে কৃতকার্য হতে হবে। দুই (০২) এর অধিক বিষয়ে "সি" গ্রেড আবেদনকারীর অযোগ্যতা হিসেবে গণ্য হবে।  A-Level এ গণিত, রসায়ন ও পদার্থবিজ্ঞানসহ ন্যূনতম তিন (০৩) টি বিষয়ে কৃতকার্য হতে হবে। একের অধিক "সি" গ্রেড আবেদনকারীর অযোগ্যতা হিসেবে গণ্য হবে।

গণিত, ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন এবং আইসিটি এই ৫ বিষয়ে যথাক্রমে ২০ নম্বর করে মোট ১০০ নম্বরে নৈর্ব্যত্তিক পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে। এসএসসি জিপিএ ৫০ এবং এইচএসসি জিপিএ ৫০। সময় ১ ঘণ্টা ৩০ মিনিট। উল্লেখ্য,শুধুমাত্র Non Programmable ক্যালকুলেটর ব্যবহার করা যাবে ( তালিকা পরবর্তীতে ওয়েবসাইটে প্রকাশ করা হবে)।

৩. ফ্যাকাল্টি অব মেরিটাইম গভর্ন্যান্স এন্ড পলিসি-
—এলএলবি (অনার্স) ইন মেরিটাইম ল'
ক) যেকোন শাখা হতে উচ্চ মাধ্যমিক/সমমানের এবং পরীক্ষায় ন্যূনতম জিপিএ- ৩.৫০ সহ উত্তীর্ণ হতে হবে এবং সকল বিষয়ে ন্যূনতম "বি" গ্রেড থাকতে 
(খ) ইংরেজি মাধ্যম এর শিক্ষার্থীদের ক্ষেত্রে O-Level এ নূন্যতম পাঁচটি বিষয়ে বিষয়ে উত্তীর্ণ হতে হবে। দুই এর অধিক ‘সি’ গ্রেড গ্রহণযোগ্য নয়। 
A-Level এ ন্যূনতম দুই (০২) টি বিষয়ে কৃতকার্য হতে হবে। একের অধিক "সি" গ্রেড আবেদনকারীর আবেদন গ্রহণযোগ্য নয়।

বাংলা ইংরেজি এবং আইসিটি এই ৩ টি বিষয়ে যথাক্রমে ২৫ নম্বর করে মোট ৭৫ নম্বর এবং গণিত/হিসাববিজ্ঞান/সাধারন জ্ঞান এই ৩ টি বিষয় থেকে যেকোনো একটিতে ২৫ নম্বর, মোট ১০০ নম্বরে নৈর্ব্যত্তিক পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে। এসএসসি জিপিএ ৫০ এবং এইচএসসি জিপিএ ৫০। সময় ১ ঘণ্টা ৩০ মিনিট। উল্লেখ্য, যেকোনো বিভাগের পরীক্ষার্থীরা গণিত/হিসাববিজ্ঞান/সাধারন জ্ঞান থেকে ইচ্ছামতো একটি উত্তর করতে পারবে এবং ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না।

৪. ফ্যাকাল্টি অব শিপিং এ্যাডমিনিস্ট্রেশন-  
—বিবিএ ইন পোর্ট ম্যানেজমেন্ট এন্ড লজিসটিকস্
ক) যেকোন শাখা হতে উচ্চ মাধ্যমিক/সমমানের এবং পরীক্ষায় ন্যূনতম জিপিএ- ৩.৫০ সহ উত্তীর্ণ হতে হবে এবং সকল বিষয়ে ন্যূনতম "বি" গ্রেড থাকতে 
(খ) ইংরেজি মাধ্যম এর শিক্ষার্থীদের ক্ষেত্রে O-Level এ নূন্যতম পাঁচটি বিষয়ে বিষয়ে উত্তীর্ণ হতে হবে। দুই এর অধিক ‘সি’ গ্রেড গ্রহণযোগ্য নয়। 
A-Level এ ন্যূনতম দুই (০২) টি বিষয়ে কৃতকার্য হতে হবে। একের অধিক "সি" গ্রেড আবেদনকারীর আবেদন গ্রহণযোগ্য নয়।

বাংলা ইংরেজি এবং আইসিটি এই ৩ টি বিষয়ে যথাক্রমে ২৫ নম্বর করে মোট ৭৫ নম্বর এবং গণিত/হিসাববিজ্ঞান/সাধারন জ্ঞান এই ৩ টি বিষয় থেকে যেকোনো একটিতে ২৫ নম্বর, মোট ১০০ নম্বরে নৈর্ব্যত্তিক পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে। এসএসসি জিপিএ ৫০ এবং এইচএসসি জিপিএ ৫০। সময় ১ ঘণ্টা ৩০ মিনিট। উল্লেখ্য, যেকোনো বিভাগের পরীক্ষার্থীরা গণিত/হিসাববিজ্ঞান/সাধারন জ্ঞান থেকে ইচ্ছামতো একটি উত্তর করতে পারবে এবং ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না।

বিঃ দ্রঃ সব ফ্যাকাল্টির প্রশ্ন বাংলায় হবে। ইংরেজি মাধ্যমের সুবিধার্থে প্রশ্নে ব্র্যাকেটে ইংরেজিতে দেয়া থাকবে।

আসন সংখ্যা:

গেল বছরের ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, বিশ্ববিদ্যালয়টির ৪টি অনুষদের ৫টি বিভাগে মোট ২০০টি আসন রয়েছে। যা প্রতি বছর বিভিন্ন বিষয়ের উপর  ভিত্তি করে ২ থেকে ৫টি বাড়ানো বা কমানো হয়। তবে ৪০ এর আশেপাশেই থাকে। এবারে সরকারি নীতিমালা অনুযায়ী কোটা সংরক্ষিত থাকবে। এর মধ্যে ফ্যাকাল্টি অব আর্থ এন্ড ওশান সাইন্স অনুষদের দুই বিভাগের মধ্যে বিএসসি (অনার্স) ইন ওশানোগ্রাফি বিভাগে ৪০টি এবং বিএসসি (অনার্স) ইন মেরিন ফিসারিজ বিভাগে ৪০টি আসন রয়েছে।

ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের বিএসসি ইন নেভাল আর্কিটেকচার এন্ড অফশোর ইঞ্জিনিয়ারিং বিভাগে ৪০টি, ফ্যাকাল্টি অব মেরিটাইম গভর্ন্যান্স এন্ড পলিসি অনুষদের এলএলবি (অনার্স) ইন মেরিটাইম ল’ বিভাগে ৪০টি এবং ফ্যাকাল্টি অব শিপিং এডমিনিস্ট্রেশন অনুষদের বিবিএ ইন পোর্ট ম্যানেজমেন্ট এন্ড লজিস্টিকস্ বিভাগে ৪০টি আসন রয়েছে।

গুরুত্বপূর্ণ তারিখসমূহ:

আবেদনের সময়সীমা: ২৪ ডিসেম্বর, ২০২৩ – ১১ জানুয়ারি, ২০২৪
যোগ্য শিক্ষার্থীদের তালিকা প্রকাশ: ১৮ জানুয়ারি, ২০২৪
প্রবেশপত্র ডাউনলোড: ২১ জানুয়ারি- ০১ ফেব্রুয়ারি, ২০২৪
ভর্তি পরীক্ষা: ০২ ফেব্রুয়ারি(FSA & FMGP) ও ০৩ ফেব্রুয়ারি(FEOS & FET), ২০২৪
পরীক্ষার কেন্দ্র: ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর, বরিশাল, সিলেট, পাবনা
ক্লাস আরম্ভ: ১০ মার্চ, ২০২৪
আবেদন যেভাবে: আগ্রহীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৮০০ টাকা। বিস্তারিত জানতে ভিজিট করুন: https://www.bsmrmu.edu.bd/

ভর্তি বিজ্ঞপ্তি:

May be an image of ticket stub and text


সর্বশেষ সংবাদ