১০ ডিসেম্বর ২০২৩, ১৫:৫৮

ঢাবির মতো বিভাগীয় শহরে হতে পারে চবির ভর্তি পরীক্ষাও

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে উপাচার্য  © ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা এবার বিভাগীয় শহরগুলোতে নেওয়ার ব্যাপারে পরিকল্পনা গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। আগামী মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ডিনদের সমন্বিত অনুষ্ঠিত ভর্তি সংক্রান্ত সভায় এ বিষয়ে আলোচনা করা হবে।

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী মঙ্গলবারের (১২ ডিসেম্বর) ওই সভায় ভর্তি পরীক্ষার বিষয়েও সিদ্ধান্ত হতে পারে। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারসহ সবগুলো অনুষদের ডিনরা অংশ নেবেন।

গেল বছরগুলোতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ক্যাম্পাস ও আশেপাশের এলাকায় অনুষ্ঠিত হয়ে আসছিল। নতুন এ সিদ্ধান্ত হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিভাগীয় শহরগুলোতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাও অনুষ্ঠিত হবে।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নূর আহমদ বলেন, এবারের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের  বিভাগীয় পরীক্ষাগুলো আমরা বিভাগীয় শহরগুলোতে নেওয়ার পরিকল্পনা করছি। এটা আমাদের আগেও পরিকল্পনায় ছিল। তবে এ ব্যাপারে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ভর্তি পরীক্ষা বিষয়ক পরবর্তী সভায় এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

আরও পড়ুন: চবি ভর্তি পরীক্ষা কবে, জানা যাবে মঙ্গলবার

তিনি বলেন, তবে প্রথমে হয়তো আমরা সব বিভাগে নিতে পারব না। এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হলে আমরা প্রথমবার কয়েকটি বিভাগে পরীক্ষা নেব। তবে কোন কোন বিভাগে নেওয়া হবে সেটাও মিটিংয়ের পর জানা যাবে।

এর আগে গত ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে বিভাগীয় শহরগুলোতে ভর্তি নিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। সারাদেশের কেন্দ্রগুলো হলো- ঢাকা বিভাগের পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ে।

চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, রাজশাহী বিভাগের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, সিলেট বিভাগের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, বরিশাল বিভাগের বরিশাল বিশ্ববিদ্যালয়ে, খুলনা বিভাগের খুলনা বিশ্ববিদ্যালয়ে, রংপুর বিভাগের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ও ময়মনসিংহ বিভাগের পরীক্ষা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।