রাবি ভর্তি পরীক্ষা কবে, জানা যাবে এ মাসের শেষে
২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকে দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে একক ভর্তি পরীক্ষা আয়োজন করা সম্ভব হচ্ছে না। ইতোমধ্যে সরকারের সংশ্লিষ্ট মহল থেকে এই বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। ফলে গত বছরের মতো আসন্ন শিক্ষাবর্ষেও বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো আলাদাভাবে ভর্তি পরীক্ষা নেওয়ার পাশাপাশি গুচ্ছ পদ্ধতিতেও ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্নাতকের ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত নিতে চলতি ডিসেম্বর মাসের শেষে বিশ্ববিদ্যালয় প্রশাসন বসবে বলে জানা গেছে। সেখানে ভর্তি পরীক্ষার দিনক্ষণসহ সংশ্লিষ্ট সবকিছুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা গেছে।
আরও পড়ুন: ভর্তি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত নিতে সভা ডেকেছে ঢাবি
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সিদ্ধান্তের অপেক্ষায় আছি। এবারের ভর্তি পরীক্ষা কোন পদ্ধতিতে হবে তা জানিয়ে দেওয়ার পর আমরা সভায় বসব। এসব নিয়ে ইউজিসি না জানানো অবধি আমরা কিছুই করতে পারছি না। অযথা সভায় বসিয়ে তো কোনো লাভ নাই। তবে চলতি ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে আমরা একটি সভায় বসব বলে প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছি।
এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের আন্ডারগ্রাজুয়েট (স্নাতক) প্রোগ্রামের ভর্তি পরীক্ষার দিনক্ষণসহ সংশ্লিষ্ট সবকিছুর বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নিতে আগামী বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সভা ডাকা হয়েছে। এদিন বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির এ সভা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।