০১ ডিসেম্বর ২০২৩, ২২:২৭

ভর্তি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত নিতে সভা ডেকেছে ঢাবি

ভর্তি পরীক্ষার্থী  © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের আন্ডারগ্রাজুয়েট (স্নাতক) প্রোগ্রামের ভর্তি পরীক্ষা দিনক্ষণসহ সংশ্লিষ্ট সবকিছুর বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নিতে সভা ডাকা হয়েছে। আগামী বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির এ সভা অনুষ্ঠিত হবে।

জানা গেছে, ওইদিন বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির সভায় পরীক্ষার দিনক্ষণসহ সংশ্লিষ্ট সবকিছুর বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত (সুপারিশ আকারে) নেওয়া হবে। এই কমিটির সুপারিশ অনুমোদনের জন্য পরে একাডেমিক কাউন্সিলের সভায় পেশ করা হবে। সেখানে বিষয়টি চূড়ান্ত করা হবে।

এবারও বিজ্ঞান ইউনিট, ব্যবসায় শিক্ষা ইউনিট, চারুকলা ইউনিট এবং কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট— এই চারটি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির দায়িত্বশীল একটি সূত্রে এসব তথ্য জানা গেছে।

এত দিন পাঁচটি ইউনিটের অধীন হয়ে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তবে ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে ভর্তি পরীক্ষা হচ্ছে চারটি ইউনিটে। এ ছাড়া ওই শিক্ষাবর্ষ থেকে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের এ ভর্তি পরীক্ষাকে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা নামে অভিহিত করা হয়।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আগামী ৭ তারিখ ভর্তি কমিটির একটি সভা রয়েছে। সেখানে সেখানে ভর্তি পরীক্ষার দিনক্ষণসহ সংশ্লিষ্ট সবকিছুর বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

তিনি আরও বলেন, এবারও আগের নিয়মেই ভর্তি পরীক্ষা হবে। বিজ্ঞান ইউনিট, ব্যবসায় শিক্ষা ইউনিট, চারুকলা ইউনিট এবং কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট— এই চারটি ইউনিটে ভর্তি পরীক্ষা হবে।