২৪ অক্টোবর ২০২৩, ১৫:৫০

‘রাষ্ট্রপতির অধ্যাদেশ হলে একক ভর্তি পরীক্ষায় যাবে ঢাবি’

ভর্তি পরীক্ষার্থী ও ঢাবি লোগো  © ফাইল ফটো

শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে সবগুলো বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে একটি ভর্তি পরীক্ষা আয়োজন করতে চায় সরকার। এজন্য একটি আইন তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এটি সময় সাপেক্ষ হওয়ায় রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির চেষ্টা করা হচ্ছে। 

জানা গেছে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকে একক এ ভর্তি পরীক্ষা পদ্ধতি চালু করতে চায় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। আগামী বৃহস্পতিবার (২৬ অক্টোবর) এ বিষয়ে আলোচনা করতে সভা ডাকা হয়েছে। ইউজিসি ভবনে এ সভা অনুষ্ঠিত হবে। 

ইউজিসি জানিয়েছে, প্রতিবছরই ভর্তি পরীক্ষা নিয়ে একটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে ন্যাশনাল টেস্টিং অথরিটি (এনটিএ) গঠনের প্রক্রিয়া চলছে। তবে এনটিএ বাস্তবায়ন সময়সাপেক্ষ হওয়ায় আপাতত একক ভর্তি পরীক্ষা নিয়ে কাজ করছে সংস্থাটি। রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করলে সব বিশ্ববিদ্যালয় একক ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে বাধ্য থাকবে। 

আরও পড়ুন: এগিয়ে আসছে মেডিকেল ভর্তি পরীক্ষা

এ প্রসঙ্গে জানতে চাইলে একক ভর্তি পরীক্ষা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও ইউজিসি সচিব ড. ফেরদৌস জামান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, এনটিএ গঠন করতে আমাদের তিন থেকে চার বছর সময় লেগে যাবে। সেজন্য আমরা একক ভর্তি পরীক্ষার বিষয়ে ভাবছি। একক ভর্তি পরীক্ষা নিয়ে সবাই একমত হলেও বড় বড় কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ভিন্নমত রয়েছে। সেজন্য আমরা রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করানোর চেষ্টা করছি।

তিনি আরও বলেন, রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করলে সেটি আইন আকারে জারি হবে। তবে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়; সকল বিশ্ববিদ্যালয় একক ভর্তি পরীক্ষায় আসতে বাধ্য হবে। 

এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, আইন মেনে ভর্তি পরীক্ষা নিয়ে থাকে ঢাবি। রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করলে সেটাও আইনে পরিণত হবে। ভিন্ন মত বা চিন্তা থাকলেও সেটা মেনে চলতে আমরা বাধ্য। তখন আমাদের চেষ্টা থাকবে যেন পরীক্ষার মানটা ভালো হয়, যাচাই প্রক্রিয়াটা স্বচ্ছ হয়।