বিকেএসপির ভর্তি পরীক্ষায় উপস্থিত ১৫৩ ভর্তিচ্ছু, ফল ৩০ আগস্ট
বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে (বিকেএসপি) প্রথমবারের মতো ক্রিকেট, অ্যাথলেটিক্স ও সাঁতার ক্রীড়া বিভাগে ২০২২-২৩ শিক্ষাবর্ষে ব্যাচেলর অব স্পোর্টস স্টাডিজ ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২০ আগস্ট) এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় ক্রিকেটে ১৪১ জন, অ্যাথলেটিক্সে ১০ জন ও সাঁতারে ২ জনসহ মোট ১৫৩ জন ভর্তি পরীক্ষায় অংশ নেন।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দিকনির্দেশনায় প্রতিষ্ঠানের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ার সাদাত আবু মো. ফুয়াদ বিকেএসপিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত ৪ বছর মেয়াদি এ কোর্স শুরু করতে পেরে সন্তোষ প্রকাশ করেন। আগামী ৩০ আগস্ট বিকেএসপির ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত চার বছর মেয়াদি এসব কোর্সে শিক্ষার্থীরা ভর্তি হবেন। ফল প্রকাশের পর ভর্তিসংক্রান্ত বিস্তারিত নিয়ম কলেজ চলাকালে (সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত) বিকেএসপি, জিরানী, সাভারের কলেজ শাখা থেকে জানা যাবে।