জাবির গণিতে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) গণিতে মাস্টার্স প্রোগ্রামে ২০২৩-২৪ সেশনে ভর্তির আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৭ আগস্টের মধ্যে অনলাইন বা অফলাইনে আবেদন করতে পারবেন।
প্রোগ্রামের তথ্য
মোট ক্রেডিট: গণিত বা অন্য বিষয়ে বিএসসিতে (সম্মান) বা বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে ৩০ ক্রেডিট। বিএসসি (পাস) ৩৯ ক্রেডিট
কোর্সের মেয়াদ: এক বছর
ক্লাস: সাপ্তাহিক ছুটির দিনে
আবেদনের যোগ্যতা
প্রার্থীর গণিতে বিএসসি (সম্মান), যেকোনো বিষয়ে বিএসসি (সম্মান), বিএসসি ইঞ্জিনিয়ারিং, গণিতে বিএসসি (পাস)-এ বিষয়ে স্নাতকে দ্বিতীয় শ্রেণি বা সিজিপিএ-৪ স্কেলে ন্যূনতম ২.৫ থাকতে হবে।
ভর্তি–সম্পর্কিত তারিখ
ভর্তি পরীক্ষার তারিখ ও সময়: ১৮ আগস্ট, শুক্রবার, সকাল ১০টা
ফল প্রকাশ: ১৯ আগস্ট
ভর্তির তারিখ: ২০ থেকে ৩১ আগস্ট
ক্লাস শুরু: ১ সেপ্টেম্বর, শুক্রবার
ফরম পূরণ ও ভর্তি–সম্পর্কিত বিস্তারিত তথ্য মিলবে এই লিংকে।
আবেদন ফি
এ কোর্সের আবেদন ফি ১,০০০ টাকা।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা math.iitju.edu.bd ক্লিক করে দরকারি তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবে।