১৪ জুলাই ২০২৩, ০৯:২০

ঢাবির সামাজিক বিজ্ঞানে উচ্চতর গবেষণা পদ্ধতি বিষয়ে প্রশিক্ষণ কোর্স শুরু

ঢাবি  © সংগৃহীত

‘উচ্চতর গবেষণা পদ্ধতি’ নামে একটি প্রশিক্ষণ কোর্সের আবেদন গ্রহণ করছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। কোর্সটিতে আগ্রহীদের ২০ জুলাই ২০২৩ এর মধ্যে রেজিস্ট্রেশন ফর্ম পূরন করে তা অর্থনৈতিক গবেষণা ব্যুরো অফিসে জমা বা তাদের ই-মেইলে (ber@du.ac.bd) পাঠাতে হবে। ২২ জুলাই থেকে শুরু হয়ে কোর্সটির ক্লাস চলবে ৫ সপ্তাহ। এমফিল ও পিএইচডি প্রোগ্রামে অংশগ্রহণ করতে ইচ্ছুক শিক্ষার্থীদের ক্ষেত্রে কোর্সটি বিশেষভাবে সহায়ক হবে।

আবেদন যোগ্যতা:
কোর্সে অংশগ্রহণের জন্য অনার্স/মাস্টার্স ডিগ্রিধারী হতে হবে এবং অনার্স পর্যায়ে ন্যূনতম সিজিপিএ ২.৫ অতবা ২য় শ্রেণী থাকতে হবে। মাস্টার্স পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীগণ আবেদন করতে পারবেন।

কোর্স ফি:
১২০০০ হাজার টাকা।

সপ্তাহে ৩ (তিন) দিন- শনি, সোম ও বুধ বিকাল ৫.৩০ হতে রাত ৮.৩০ পর্যন্ত কোর্সটি পরিচালিত হবে। রেজিস্ট্রেশন ফরম, কোর্স কন্টেন্ট ও কোর্স সম্পর্কিত বিস্তারিত তথ্য ব্যুরোর ওয়েবসাইট (berdu.ac.bd)-এ পাওয়া যাবে। কোর্স শেষে সার্টিফিকেট প্রদান করা হবে।

যোগাযোগ : ফোন ০২৫৮৬১৩৯০৫ (অফিস) ০১৬৭২৩০৩৮৩৯, ০১৭২৫৩১৩১৩১