বাউবিতে ইংরেজি ভাষা প্রোগ্রামে ভর্তি, ক্লাস শুরু ২১ জুলাই
সার্টিফিকেট ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি (সিইএলপি) প্রোগ্রামে ভর্তিতে দরখাস্ত আহ্বান করেছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি। কোর্সটি পড়তে ১৭ জুলাইয়ের মধ্যে আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে হবে। অনলাইনের মাধ্যমে করা যাবে আবেদন। ওরিয়েন্টেশন ও টিউটোরিয়াল ক্লাস শুরু ২১ জুলাই।
আবেদনের যোগ্যতা
এসএসসি বা সমমানের পরীক্ষায় পাস অথবা তদূর্ধ্ব সার্টিফিকেটধারী যেকোনো বয়স ও পেশার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
আবেদন ও ভর্তি ফি
আবেদন ফি ৫০ টাকা। রেজিস্ট্রেশন ফি ১০০ টাকা, অন্যান্য ফিসহ মোট ২ হাজার ৯০০ টাকা।
আবেদন যেভাবে
* http://osapsnew.bou.ac.bd ক্লিক করে Offered Programs সেকশনে School of Social Sciences, Humanities & Language (SSHL)-এ ক্লিক করে Certificate in English Language Proficiency (CELP) প্রোগ্রামের পাশের Apply Now বাটনে ক্লিক করে দরকারি তথ্য দিতে হবে।
* ছবি ও প্রয়োজনীয় সব তথ্য দিয়ে ফরম পূরণের পর Finish বাটনে ক্লিক করে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন ঠিকভাবে সম্পন্ন করলে প্রার্থীর মোবাইলে ইউজার আইডি ও পাসওয়ার্ড আসবে;
আরও পড়ুন: ফটোগ্রাফিতে চালু হচ্ছে ডিপ্লোমা কোর্স, ক্লাস শুরু ২৮ জুলাই
* Proceed to Payment বাটনে ক্লিক করলে অনলাইনে পেমেন্ট করার মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে;
টিউটোরিয়াল ক্লাসের স্থান বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, গাজীপুর মূল ক্যাম্পাস, গাজীপুর ১৭০৫।
পরীক্ষার সম্ভাব্য তারিখ: ১৫ ডিসেম্বর ২০২৩।
আবেদন ও ভর্তি–সম্পর্কিত আরও তথ্য জানতে https://bou.ac.bd/images/admission/celp_admi_150623.pdf ক্লিক করতে পারবেন।