০৯ জুলাই ২০২৩, ১৫:৫৯

গুচ্ছের বিশেষায়িত বিষয়ের ভর্তি পরীক্ষার রুটিন প্রকাশ

  © ফাইল ছবি

গুচ্ছভুক্ত ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিশেষায়িত বিভাগগুলোতে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ হয়েছে। সূচি অনুযায়ী, আগামীকাল সোমবার পরীক্ষা শুরু হচ্ছে; চলবে ১৯ জুলাই পর্যন্ত। আজ রবিবার গুচ্ছ ভর্তির ওয়েবসাইটে ভর্তি পরীক্ষার এই রুটিন প্রকাশ হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষগুলো এই ভর্তি কার্যক্রম সম্পন্ন করবে।

কবে কোন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা 
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের পরীক্ষা আগামীকাল সোমবার (১০ জুলাই) থেকে শুরু হয়ে চলবে ১২ জুলাই পর্যন্ত। একই বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের পরীক্ষা ১২ জুলাই। এছাড়া থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ এবং ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ভর্তি পরীক্ষা হবে ১১ ও ১২ জুলাই। 

রুটিন দেখুন এখানে

খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা এবং স্থাপত্য বিভাগের পরীক্ষা হবে ১৪ জুলাই। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে পরীক্ষা শুরু হবে ১৫ জুলাই; জগন্নাথ ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগে ১৬ জুলাই এবং  সংগীত এবং নাট্যকলা বিভাগে ১৭ ও ১৮ জুলাই ভর্তি পরীক্ষা হবে। 

ইসলামী বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিভাগের ভর্তি পরীক্ষা হবে ১৭ জুলাই; এ বিশ্ববিদ্যালয়ের এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের ভর্তি পরীক্ষা ১৮ ও ১৯ জুলাই। 

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্থাপত্য বিভাগের ভর্তি পরীক্ষা আগামীকাল সোমবার নেওয়া হবে।

এদিকে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্থাপত্য বিভাগের ভর্তি পরীক্ষা ১২ জুলাই। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের ভর্তি পরীক্ষা ১৩ জুলাই এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের ভর্তি পরীক্ষা ১৫ জুলাই এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের পরীক্ষা হবে ১৪ ও ১৫ জুলাই। 

গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় অংশ নিতে ভর্তিচ্ছুরা গত ২০ থেকে ২৭ জুনের মধ্যে আবেদন করেন। 

২০২২-২৩ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটে পাসের হার ৪৩ দশমিক ৩৫ শতাংশ; ‘বি’ ইউনিটে ৫৬ দশমিক ৩২ শতাংশ এবং ‘সি’ ইউনিটে পাসের হার আসে ৬৩ দশমিক ৪৬ শতাংশ।