গেট খোলেন আমি পরীক্ষার্থী— ইডেন কলেজে ঢুকতে না পেরে ভর্তিচ্ছু
রাজধানীর ১২টি কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের বিজ্ঞান ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৭ জুন) বেলা ১১টায় শুরু হওয়া এই পরীক্ষা শেষ হয় বেলা ১২টায়।
এদিকে, ইডেন কলেজ কেন্দ্রে নির্ধারিত সময়ের (বেলা ১১টা) এক মিনিট দেরিতে আসায় ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন পরীক্ষা দিতে আসা একাধিক শিক্ষার্থী। এসময় কেন্দ্রটির প্রধান ফটকে এক ভর্তিচ্ছু শিক্ষার্থীকে বিক্ষোভের সুরে বলতে দেখা গেছে— 'গেট খোলেন আমি পরীক্ষার্থী'। কিন্তু তখন ভেতর থেকে কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছিল না। সেসময় ওই শিক্ষার্থী গেটে অনেক্ষণ ধরে ধাক্কাধাক্কিও করেও কেন্দ্রে প্রবেশ করতে ব্যর্থ হন।
কেন্দ্রের মূল ফটকে পরীক্ষা দিতে না পারা আরেক শিক্ষার্থী বলেন, আমি শরীয়তপুর থেকে এসেছি, ১১টায় পরীক্ষা ছিলো। আমি ঠিক ১১টায় এসেছি কিন্তু আমাকে ঢুকতে দেওয়া হয়নি। আমাদের দেখে গেট লাগিয়ে দেওয়া হয়েছে। অন্তত পাঁচ মিনিট পর্যন্ত সুযোগ দেওয়া উচিত।
ভুক্তভোগী আরেক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, ঢাকার রাস্তায় শুধু জ্যাম এবং সিগন্যাল। সঠিক সময়ে বের হলেও সিগন্যাল আর জ্যামের কারণে আসতে দেরি হয়েছে। ঠিক ১১টার সময় উপস্থিত হলেও ঢুকতে দেওয়া হয়নি।
পরে বেলা সাড়ে ১১টার দিকে ইডেন কলেজের ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.আখতারুজ্জামান বলেন, পরীক্ষার কিছু নিয়ম-নীতি শৃঙ্খলা অনুসরণ করতে হয়। একটি পরামর্শ দেওয়া থাকে যে পরীক্ষা শুরুর অন্তত পক্ষে কয়েক মিনিট পূর্বে যেন পরীক্ষার হলে উপস্থিত থাকে। পরীক্ষার স্বচ্ছতার জন্য, গ্রহণ যোগ্যতার জন্য এবং যেন কোনো ভাবেই প্রশ্নবিদ্ধ না হয় সে কারণেই কিছু নিয়ম-নীতি শৃঙ্খলা সেগুলো অনুসরণ করতে হয়।
তিনি আরও বলেন, সেগুলো সবাই করেও থাকে। তারপরেও অনেক সময় অনেক কে নানা ধরণের অনাকাঙ্ক্ষিত ঘটনার স্বীকার হতে হয়। কিন্তু বৃহত্তর স্বার্থে কিছু শৃঙ্খলা, কিছু নিয়ম-নীতি সেগুলো অনুসরণ করেই পরীক্ষার হলে আসতে হয়। পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। এর ব্যতিক্রম করলে যেটি ঘটে সেটি হলো নানা ধরনের প্রশ্নের সম্ভাবনা থাকে।