১২ জুন ২০২৩, ২০:৩৫

বুটেক্সে রেকর্ড সর্বনিম্ন পরীক্ষার্থী নিয়ে হতে যাচ্ছে ভর্তি পরীক্ষা

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়  © ফাইল ফটো

বাংলাদেশে টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স)-এর ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী শুক্রবার (১৬ জুন) অনুষ্ঠিত হবে। বিগত কয়েক বছরের তুলনায় এবার রেকর্ড সর্বনিম্ন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বুটেক্সের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রাথমিকভাবে ১৩ হাজার ৫৫৬ জন আবেদন করেছিলেন। আবেদকৃতদের মধ্য থেকে ৬ হাজারের অধিক শিক্ষার্থীকে চূড়ান্ত পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছিল। তবে চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণের আবেদন করেছেন ৪ হাজার ৫৬৩ জন। যা বিগত কয়েকবছরের তুলনায় সর্বনিম্ন।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কাবেরি মজুমদার বলেন, প্রাথমিক মেধাতালিকার মধ্য থেকে যারা লিখিত পরীক্ষার জন্য আবেদন করেছে তারাই শুধু পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে।

এর আগে ২৪ মে, প্রাথমিক আবেদনকারী ১৩৫৫৬ জনের মধ্য থেকে ৬০১৩ জনের তালিকা প্রকাশ করা হয়। তালিকাভুক্তদের মধ্যে থেকে ১০ জুন পর্যন্ত চলতে থাকা পরবর্তী চূড়ান্ত ধাপের জন্য ৪৫৬৩ জন শিক্ষার্থী আবেদন সম্পন্ন করে।