ঢাকার দুই কেন্দ্রে গুচ্ছের ‘সি’ ইউনিটের পরীক্ষা, যানজট এড়াতে উদ্যোগ
গুচ্ছভুক্ত ২২টি বিশ্ববিদ্যালয়ের ‘সি’ (বাণিজ্য) ইউনিটের ভর্তি পরীক্ষা আজ। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইতিমধ্যেই সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও একটি উপকেন্দ্র সহ মোট দু’টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বেলা ১২টা থেকে শুরু হয়ে ১টা পর্যন্ত চলবে পরীক্ষা।
যেসব ভর্তিচ্ছু শিক্ষার্থী পরীক্ষা কেন্দ্র হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে নির্ধারণ করেছিল তাদের আসন বিন্যাস জবি ক্যাম্পাস ও উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজে সাজানো হয়েছে। এর মধ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ১২ হাজার ৮৪৩ জন এবং উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজে (উপকেন্দ্র) ৩ হাজার ৭৮ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী পরীক্ষা দেবে।
গুচ্ছ ভর্তি পরীক্ষার আহবায়ক কমিটি সূত্রে জানা যায়, সকাল ৯টা থেকে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন পরীক্ষার্থীরা। তবে নির্ধারিত রুম খোলা হবে পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে। প্রবেশপত্র ও নির্দেশিত অন্যান্য কাগজপত্রসহ পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। কোন ব্যাগ, মোবাইল কিংবা ইলেকট্রনিকস ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করা যাবেনা।
তবে গত ২০ মে বি (মানবিক) ইউনিটের ভর্তি পরীক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে আসা শিক্ষার্থী ও অভিভাবকরা তীব্র যানজটে ভোগান্তিতে পড়েন। বিশ্ববিদ্যালয় এলাকাজুড়ে সৃষ্টি হওয়া যানজটের ফলে কেন্দ্রে প্রবেশের ক্ষেত্রেই হিমশিম খান ভর্তিচ্ছুরা। তাই যানজট নিরসনে যথাযথ ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন পুলিশের ট্রাফিক বিভাগকে আবারও চিঠি দিয়েছে বলে জানা গেছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. গোলাম মোস্তফা বলেন, আমরা ভর্তি পরীক্ষা সংক্রান্ত সবকিছুই গুছিয়েছি। তদারকি করছি। অন্যান্য রুটিন ওয়ার্কও সম্পন্ন হয়েছে। মোট দু’টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় কেন্দ্রের নিরাপত্তা রক্ষায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। যানজট নিয়ন্ত্রণে পুলিশ ব্যবস্থা নেবে। প্রক্টরিয়াল বডির সদস্যরাও সার্বক্ষণিক কেন্দ্রে থাকবেন। পাশাপাশি বিএনসিসি, রোভার স্কাউট ও রেঞ্জার ইউনিটের সদস্যরাও শৃঙ্খলা রক্ষার্থে দায়িত্ব পালন করবে।
গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির যুগ্ম আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেন, ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। ‘সি’ ইউনিটের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, ২০২২-২৩ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের তিনটি ইউনিটে পরীক্ষার জন্য মোট আবেদন পড়েছে তিন লাখ তিন হাজার ২৩১টি। পছন্দের কেন্দ্র হিসেবে শীর্ষে ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়।