১৯ মে ২০২৩, ২১:৩১

আজ হচ্ছে না চবির ‘এ’ ইউনিটের ফল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল আজ শুক্রবার (১৯ মে) প্রকাশিত হওয়ার কথা থাকলেও সেটি আজ আর হচ্ছে না। কারিগরি জটিলতা ও নির্ভুল ফলাফল তৈরিতে আরও কিছু সময় লাগছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির ভর্তি সংক্রান্ত কর্মকর্তারা।

বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার কো-অর্ডিনেটর ও মেরিন সায়েন্স ডিন অধ্যাপক ড. শফিকুল ইসলাম শুক্রবার রাতে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ইউনিটটির নির্ভুল ফলাফল প্রস্তুতে বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটি কাজ চালিয়ে যাচ্ছেন। কারিগরি জটিলতার কারণে ফলাফল প্রকাশে আরও কিছুটা সময় লাগছে।

এর আগে, গত ১৬ ও ১৭ মে বিশ্ববিদ্যালয়টির বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও মেরিন সায়েন্স এন্ড ফিশারিজ অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ১৫ হাজার ৯৫ জন শিক্ষার্থী।

চার শিফটে অনুষ্ঠিত এ পরীক্ষার প্রথমদিন (১৬ মে) দুই শিফটে উপস্থিতির হার ৭৯ দশমিক ৪৬ শতাংশ। আর দ্বিতীয় দিন (১৭ মে) উপস্থিত ছিলেন ৮০ দশমিক ১২ শতাংশ শিক্ষার্থী।

আরও পড়ুন: মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় সেরাদের সেরা যারা

অধ্যাপক শফিকুল ইসলাম বলেন, পূর্বে আমাদের ফলাফল প্রকাশ করতে ১৫-২০ দিন সময় লেগে যেত। কোনো কোনো ক্ষেত্রে এক মাসও লেগে যেত। এখন কিন্তু এতো সময় আমরা নিচ্ছি না। পরীক্ষা শেষ হওয়ার এক সপ্তাহের আগেই এখন প্রতি ইউনিটের রেজাল্ট হয়ে যাচ্ছে।

‘এ’ ইউনিটের রেজাল্ট কবে প্রকাশ হতে পারে জানতে চাইলে অধ্যাপক শফিকুল বলেন, ফলাফল প্রস্তুতির কাজ চলমান রয়েছে। আগামীকাল বিকেলের মধ্যে ইউনিটটির ফলাফল প্রকাশিত হতে পারে। আমরা তাড়াহুড়ু করছি না। দ্রুত ফল প্রকাশের চেয়ে নির্ভুল ফলাফলে আমাদের বেশি মনোযোগ রয়েছে।