১৮ মে ২০২৩, ১৩:৪৮

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজনে প্রস্তুতি সম্পন্ন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজনে সার্বিক প্রস্তুতি সম্পন্ন   © টিডিসি ফটো

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ২২ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ (জিএসটি) ভর্তি পরীক্ষা আয়োজনের সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

বৃহস্পতিবার (১৮ মে) এক সংবাদ সম্মেলনে ভর্তি পরীক্ষা আয়োজনের বিষয়ে সার্বিক পরিস্থিতি জানিয়েছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: শাহ্ আজম।

সংবাদ সম্মেলনে রবি উপাচার্য বলেন, বিগত বছরের ন্যায় এবছরও ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ইতোমধ্যেই সকল ধরণের প্রস্তুতি গ্রহণ করেছে। পরীক্ষার্থীরা যাতে সুন্দরভাবে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পারে সেজন্য সকল প্রকার ব্যবস্থা করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়।

পাশাপাশি কেন্দ্র খুঁজে পেতে সকল প্রবেশ পথে ম্যাপ ও আসনবিন্যাসের বোর্ড, দূরের শিক্ষার্থীদের জন্য আবাসন, জরুরী চিকিৎসা, বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থা, সার্বিক নিরাপত্তাসহ ভর্তি পরীক্ষা সংশ্লিষ্ট সকল বিষয়ে প্রস্তুত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। 

এছাড়াও সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন করতে শাহজাদপুরের স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, স্থানীয় ব্যক্তিবর্গের সহযোগিতাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি প্রত্যাশা করেন। 

আরও পড়ুন: কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা ৫ আগস্ট

আগামী ২০ মে বি ইউনিট তথা মানবিক ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্যে দিয়ে শুরু হতে যাচ্ছে গুচ্ছ ভর্তি পরীক্ষা। এবার রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের তত্বাবধানে ৩ টি কেন্দ্রে এ ইউনিটে ৪৭১২ জন, বি ইউনিটে ২২০৬ জন এবং সি ইউনিটে ৭৭৪ জন পরীক্ষার্থী অংশ নিবে।

প্রসঙ্গত, ২০২১-২০২২ শিক্ষাবর্ষে সফলভাবে ভর্তি পরীক্ষা আয়োজনের পর এবার ২য় বারের মতো রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের তত্বাবধানে আয়োজিত হচ্ছে ভর্তি পরীক্ষা। এবার রবীন্দ্র বিশ্ববিদ্যালয়সহ গুচ্ছভুক্ত ২২ টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শেহাবি, বশেমুরবি, চাঁবিপ্রবি ব্যাতীত বাকি ১৯ টা বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে গুচ্ছ ভর্তি পরীক্ষা।