১৪ মে ২০২৩, ২২:১২

চবির এ ইউনিটের সিট প্ল্যান প্রকাশ

চবির এ ইউনিটের সিট প্ল্যান প্রকাশ  © ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চাবি) স্নাতক প্রথম বর্ষ ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার এ ইউনিটের আসন বিন্যাস প্রকাশ করা হয়েছে। রবিবার (১৪ মে) রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়। আগামী ১৬ মে (মঙ্গলবার) থেকে পূর্ব ঘোষণা অনুযায়ীই শুরু হয়ে চলবে ২৫ মে পর্যন্ত। এবার চবিতে প্রতি আসনের বিপরীতে লড়বেন প্রায় ৪১ জন ভর্তিচ্ছু। এবার চবির চার ইউনিট ও দুই উপ-ইউনিটের ভর্তি পরীক্ষায় ৪ হাজার ৯২৬টি আসনের বিপরীতে চূড়ান্তভাবে আবেদন করেছেন ২ লাখ ৫৬ জন ভর্তিচ্ছু।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চাবি) স্নাতক প্রথম বর্ষ ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার এ ইউনিটের আসন বিন্যাস দেখুন এখানে।

দেশে চলমান ঘূর্ণিঝড় মোখার কারণে ভর্তি পরীক্ষার রুটিনে কোন পরিবর্তন হবে না বলে জানিয়েছেন চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নূর আহমেদ। এর আগে অনানুষ্ঠানিকভাবে জানানো হয়েছিল, যদি ঘূর্ণিঝড় মোখার কারণে কোন খারাপ পরিস্থিতি সৃষ্টি হয়, তবে তার কারণে পিছিয়ে যেতে পারে ভর্তি পরীক্ষার শিডিউল। শেষ মূহুর্তে এসে ঘূর্ণিঝড় মোখা মিয়ানমারের দিকে ধাবিত হওয়ায় ভর্তি পরীক্ষার ঘোষিত সময়েই থাকার সিদ্ধান্ত জানালো চবি কর্তৃপক্ষ।

রেজিস্ট্রার অফিস থেকে জানানো হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নির্দিষ্ট সময়েই অনুষ্ঠিত হবে। ঘূর্ণিঝড় মোখার কারণে চবির ভর্তি পরীক্ষার রুটিনে কোন পরিবর্তন হবে না আশাকরি। কেননা মোখা ইতোমধ্যেই বার্মার দিকে মুখ করেছে। ফলে, আমরা ভর্তি পরীক্ষা আগের নির্ধারিত সময়েই পরীক্ষা গ্রহণ করবো।