১২টি কেন্দ্রে অংশ নিলেন ডেন্টালের ৩৭ হাজার ভর্তিচ্ছু
- টিটিসি রিপোর্ট
- প্রকাশ: ০৫ মে ২০২৩, ১১:৪৯ AM , আপডেট: ০৫ মে ২০২৩, ১১:৪৯ AM
দেশের সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজের (বিডিএস) ২০২২-২৩ শিক্ষাবর্ষের প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ মে) সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। রাজধানীর পাঁচটি কেন্দ্রসহ দেশের মোট ১২টি কেন্দ্রের ১৬টি ভেন্যুতে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, এ বছর ডেন্টালে ভর্তির জন্য ৩৭ হাজার ৫২৮ জন শিক্ষার্থী আবেদন করেছেন। সরকারি ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটে মোট আসন রয়েছে ৫৪৫টি।
সেই হিসাবে আবেদনের সংখ্যা অনুযায়ী, এবার প্রতিটি আসনের বিপরীতে ৬৮ জন ভর্তিচ্ছু প্রতিযোগিতা করছেন। তবে ২৬টি বেসরকারি ডেন্টাল কলেজ ও ইউনিটে আসন রয়েছে ১ হাজার ৪০৫টি। সব মিলিয়ে মোট আসন সংখ্যা ১ হাজার ৯৫০টি।
আরও পড়ুন: ডেন্টাল ভর্তি পরীক্ষা শুরু ১০টায়, আসনপ্রতি লড়বেন ৬৮ জন
এক ঘণ্টার পরীক্ষায় ১০০ নম্বরের ১০০টি এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হয়েছে শিক্ষার্থীদের। প্রতিটি ভুল উত্তরের জন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে। পরীক্ষায় ৪০ নম্বরের কম পাওয়া প্রার্থীরা অকৃতকার্য বলে গণ্য হবেন। গত ২৮ মার্চ দেশজুড়ে সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন শুরু হয়।
জানা গেছে, সরকারি ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটে মোট আসনের মধ্যে সাধারণ শিক্ষার্থীরা ভর্তি হতে পারবেন ৫৩০টিতে। মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারীরা পাবেন ১০টি আসন। পার্বত্য তিন জেলার উপজাতিদের জন্য রয়েছে ৩টি এবং অন্যান্য জেলার উপাজাতিদের জন্য রয়েছে ২টি আসন।
৫৪৫টি আসনের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে আসন রয়েছে ৬০টি। ঢাকা ডেন্টাল কলেজে ১১০টি, এম এ জি ওসমানী মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে ৫২টি, ময়মনসিংহ মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে ৫২টি আসন রয়েছে।
রাজশাহী মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে ৫৯টি, রংপুর মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে ৫২টি, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে ৫৬টি, শেরে বাংলা মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে ৫২টি ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে ৫২টি আসন রয়েছে।