১৭ এপ্রিল ২০২৩, ১৭:৫৭

গুচ্ছে পরীক্ষার সুযোগ পাচ্ছেন এসএসসি-১৮ ব্যাচের শিক্ষার্থীরা

শিক্ষার্থী  © ফাইল ছবি

২০২২-২৩ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন ২০১৮ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা। সোমবার (১৭ এপ্রিল) গুচ্ছ ভর্তি পরীক্ষার সদস্য সচিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ভর্তি বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ২০১৮, ২০১৯ ও ২০২০ সালে এসএসসি এবং ২০২১ ও ২০২২ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণরা গুচ্ছ ভর্তি পরীক্ষায় আবেদন করতে পারবেন। আবেদনের যোগ্যতা থাকা সাপেক্ষে একজন শিক্ষার্থী তিন ইউনিটেই ভর্তির আবেদন করতে পারবেন।

আগামী ২০ মে মানবিক অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাণিজ্য বিভাগের ভর্তি পরীক্ষা হবে ২৭ মে। আর ৩ জুন বিজ্ঞান শাখার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৮ জুনের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে। এই সমন্বিত ভর্তি পরীক্ষায় সুযোগ পাওয়াদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন ২০ জুন থেকে শুরু হয়ে চলবে ৩০ জুন পর্যন্ত।

ভর্তি পরীক্ষায় একজন শিক্ষার্থীকে ন্যূনতম ৩০ নম্বর পেতে হবে। এর কম নম্বর প্রাপ্ত শিক্ষার্থী ভর্তির অযোগ্য বলে বিবেচিত হবেন। এছাড়া পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য .২৫ নম্বর কাটা যাবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।