গুচ্ছের আবেদনে ন্যূনতম জিপিএ যোগ্যতা বেড়েছে
সাধারণ ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জিএসটি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনে জিপিএ যোগ্যতার শর্ত বাড়ানো হয়েছে। আগামী মে মাসে এবারের গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে।
এবারও ক ইউনিটে বিজ্ঞান, খ ইউনিটে মানবিক ও গ ইউনিটে বাণিজ্য শাখার শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশ নেবেন। গুচ্ছ ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে (gstadmission.ac.bd) প্রাথমিক আবেদনের যোগ্যতা প্রকাশিত হয়েছে।
আবেদনের যোগ্যতায় দেখা গেছে, এবার মানবিক শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এস.এস.সি/সমমান ও এইচ.এস.সি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.০০ সহ মোট জিপিএ ৭.০০ পেতে হবে। গতবার সর্বমােট জিপিএ ৬.০০ থাকলে আবেদন করা যেতো।
এবার বাণিজ্য শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এস.এস.সি/সমমান ও এইচ.এস.সি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ মোট জিপিএ ৭.৫০ পেতে হবে। যা গতবার ছিল জিপিএ ৬.৫০।
তাছাড়া বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এস.এস.সি/সমমান ও এইচ.এস.সি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ মোট জিপিএ ৮.০০ পেতে হবে। যা গতবার ছিল জিপিএ ৭.০০।
এবার জিসিই ও লেভেল পরীক্ষায় ৫টি বিষয়ে এবং এ লেভেল পরীক্ষায় অন্তত ২টি বিষয়ে উত্তীর্ণ হতে হবে এবং উভয় লেভেলে মোট ৭টি বিষয়ের মধ্যে ৪টি বিষয়ে কমপক্ষে বি গ্রেড এবং ৩টি বিষয়ে কমপক্ষে সি গ্রেড প্রাপ্ত হতে হবে। ও লেভেল এবং এ লেভেল পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের প্রশ্ন প্রযোজ্য ক্ষেত্রে ইংরেজিতে অনুবাদ করা হবে।