০৫ এপ্রিল ২০২৩, ১৯:২৭

সমন্বিত ভর্তি পরীক্ষায় পাবলিক-প্রাইভেট সব বিশ্ববিদ্যালয় আসবে: শিক্ষামন্ত্রী

  © সংগৃহীত

আগামী বছর থেকে দেশের সকল বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ভর্তি পরীক্ষা নেওয়া হবে এবং সেখানে পাবলিক-প্রাইভেট সব বিশ্ববিদ্যালয় আসবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ বুধবার (৫ এপ্রিল) বিকেলে চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্পে ব্যাবহৃত ট্যাবসমূহ মাধ্যমিক পর্যায়ের মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। 

সাংবাদিকদের শিক্ষামন্ত্রী বলেন, আগামী বছর থেকে বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ভর্তি পরীক্ষা নেওয়া হবে। বিশ্বের বহু উন্নত দেশে যেভাবে হয়, সেরকম পরীক্ষা। সেটি হয়তো বছরে একাধিক বার হবে। যেখানে সব শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবেন। সব ধরনের এবং সব শ্রেণির শিক্ষার্থীরাই অংশ নিতে পারবেন। কাজেই এটি অনেক অন্তর্ভুক্তিমূলক হবে। সেই পরীক্ষার মাধ্যমে একটি জাতীয় মেধাক্রম তৈরি হবে। একটি তালিকা তৈরি হবে। সেই তালিকা অনুযায়ী এবং তাদের পছন্দ অনুযায়ী বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি করানো হবে। 

তিনি বলেন, আমাদের মেডিকেলে একই পদ্ধতিতে শিক্ষার্থী ভর্তি করা হয়। এটা এমন নয় যে একেবারে নতুন পদ্ধতি। ওই জায়গায় যেমন সকল মেডিকেল কলেজ, পাবলিক-প্রাইভেট সবাই আসে। এখানেও সকল বিশ্ববিদ্যালয় আসবে।

“তবে এটির কি পদ্ধতি হবে না হবে, খুঁটিনাটি যা কিছু আছে সেই সমস্ত বিষয়গুলো ঠিক করার জন্য বিশ্ববিদ্যালয় মুঞ্জুরি কমিশন সহসাই একটি কমিটি করে দেবে। সেই কমিটি সব নির্ধারণ করলে তারপর সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”

এর আগে অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, ডিজিটাল প্রযুক্তির দক্ষতা না থাকলে এই যুগে মানুষকে মূর্খই বলা হয়। পৃথিবীটা এখন প্রযুক্তি উপর ভিত্তি করে চলছে। সুতরাং সকলকে প্রযুক্তি জ্ঞানে দক্ষ হতে হবে। এখন আমরা  চতুর্থ শিল্প বিপ্লবের যুগে বাস করছি। আগামীতে কৃত্তিম বুদ্ধিমত্তা অনেক কিছুই নিয়ন্ত্রণ করবে। 

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, ফরিদগঞ্জ উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, জেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামাল হোসেন প্রমুখ।