ম্যাটস-আইএইচটির অপেক্ষমানদের তালিকা প্রকাশ, ৯ এপ্রিল থেকে ভর্তি
২০২২-২০২৩ ইং শিক্ষাবর্ষে ম্যাটস ও আইএইচটি (MATS ও IHT) সমূহে মেধাভিত্তিক অপেক্ষমাণ তালিকা প্রকশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তালিকা থেকে ১ম দফায় ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। এর আগে নিৰ্বাচিত ছাত্র-ছাত্রীদের ভর্তি শেষ হয়েছে গত ১৬ মার্চ ২০২৩ তারিখে।
অপেক্ষমান তালিকা থেকে প্রথম দফায় ভর্তি প্রক্রিয়ায় ভর্তি কমিটি জমাকৃত কাগজপত্র যাচাই বাছাই করেবেন। তারপর মেডিকেল বোর্ড তাদের শারীরিক পরীক্ষা করবেন। সকল নিয়ম পালনের পর তাদেরকে সাময়িকভাবে ভর্তি করা হবে। ভর্তি সংক্রান্ত অন্যান্য তথ্যাদি স্ব স্ব প্রতিষ্ঠানের কার্যালয় হতে জানা যাবে।
ভর্তির সময় নির্বাচিত প্রার্থীদের নিম্নলিখিত মূল সনদপত্র স্ব স্ব প্রতিষ্ঠানে জমা দিতে হবে:
১। এসএসসি পাশের মূল সার্টিফিকেট
২। এসএসসি পাশের মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট
৩। দুই (দুই) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি ও জেলায় স্থায়ী বাসিন্দা সম্বলিত নাগরিকত্ব সনদপত্রের মূল কপি।
৪। উপজাতীয় প্রার্থীর ক্ষেত্রে নিজ নিজ জেলার ডেপুটি কমিশনার ও গোত্র প্রধান এর নিকট হতে জেলা, গোত্র ও চারিত্রিক বৈশিষ্ট্য সংক্রান্ত মূল সনদপত্র।
ভর্তির সময়সীমা: ৯ এপ্রিল ২০২৩ থেকে ২৬ এপ্রিল ২০২৩ পর্যন্ত সরকারি প্রতিষ্ঠানসমূহে ভর্তির তারিখ নির্ধারণ করা হল।
অপেক্ষমানদের তালিকা ও বিস্তারিত দেখুন এখানে।